সিরিয়াল

‘অসাধারণ নাচ’! অবিশ্বাস্য পারফরম্যান্স করে ‘ডান্স ডান্স জুনিয়র’ এর মঞ্চে তাক লাগালো বনগাঁর চিত্রিতা! দেখে মুগ্ধ দেব, মনামী, রুক্মিণী, প্রমোতেই মঞ্চ মাতিয়ে দিয়েছে খুদে নৃত্যশিল্পী চিত্রিতা

স্টার জলসা, টেলিভিশন ইন্ডাস্ট্রির বিনোদন চ্যানেলগুলির মধ্যে অন্যতম একটি চ্যানেল। সেই চ্যানেলে প্রচুর ধারাবাহিকের সাথে দেখানো হয়ে থাকে রিয়েলিটি শোও। তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি রিয়েলিটি শো হল ডান্স ডান্স জুনিয়র। এর আগের দুটি সিজনে মঞ্চ কাপানো পারফরমেন্সে মন জয় করেছিল দর্শকের। খুদে নৃত্যশিল্পীদের ক্যারিয়ারে গ্লোরি শুরু হওয়ার মঞ্চ এটি। ইতিমধ্যেই চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে প্রকাশ করা হয়েছে প্রমো। সেই প্রমোতেই বোঝা যাচ্ছে রিয়েলিটি শোটির লেভেল।

চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে যে প্রোমো দেখা গেছে চ্যানেলের সোশ্যাল মিডিয়ায় তাদের স্তম্ভিত দর্শকেরা। এক খুদে নৃত্যশিল্পী চিত্রিতা আগুন ধরিয়েছে স্টেজে। তার নাচে এখনই মুগ্ধ দর্শক। তা সেই ভিডিওর কমেন্ট সেকশন থেকে স্পষ্ট। আজ থেকে প্রতি শনি ও রবিবার রাত সাড়ে নয়টায় স্টার জলসায় আসবে ডান্স ডান্স জুনিয়ার সিজন ৩। অন্যান্য সিজনের মতো এই সিজনেও আসতে চলেছে বেশ কিছু খুদে নৃত্যশিল্পী। একেবারে অন্যান্য সিজনের থেকে ওয়ান লেভেল আপ পারফরম্যান্স দেখা যাবে এই সিজনে। এই নৃত্যশিল্পীদের নাচের যোগ্যতা বিচার করবেন তিন বিচারক। তাড়া হলেন টলিউডের বর্তমান মহানায়ক পুরস্কার প্রাপ্ত অভিনেতা দেব, অভিনেত্রী রুক্মিণী মৈত্র ও মনামী ঘোষ।

এছাড়াও এই খুদে নৃত্যশিল্পীদের নাচের ট্রেনিংয়ের জন্য থাকবেন তিনজন ক্যাপ্টেন। অভিনেত্রী তৃণা সাহা, অভিষেক এবং দীপান্বিতা। এদের কাছেই নাচের ট্রেনিং নেবে খুদে নৃত্যশিল্পীরা। এই প্রোমো আউট হওয়ার আগে অভিনেত্রী তথা বিচারক রুক্মিণী তার প্রথম দিনের মনের কথা শেয়ার করেছিলেন দর্শকদের উদ্দেশ্যে। যদিও সেই বিষয়ে তাকে অনেক কটাক্ষের শিকার হতে হয়।

Related Articles

Back to top button