সিরিয়াল

“এটা কি ধরনের নাচ” – ডান্স ডান্স জুনিয়র সিজন ৩ এর মঞ্চের দেব ও রুক্মিণীর ডান্স পারফরম্যান্স নিয়ে হলো চরম ট্রোল! প্রমো ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

টেলিভিশন ইন্ডাস্ট্রির বিনোদন মাধ্যমগুলির মধ্যে অন্যতম হলো টেলিভিশন চ্যানেল। আর সেই চ্যানেলের স্টার জলসা একটি বেশ জনপ্রিয় নাম। স্টার জলসায় বিভিন্ন ধারাবাহিকের পাশাপাশি সম্প্রচারিত হতে দেখা যায় বিভিন্ন নন ফিকশন শো। তার মধ্যে উল্লেখযোগ্য হল ডান্স ডান্স জুনিয়র সিজন ৩। মাত্র কয়েক দিনের মধ্যেই এই ননভেশন শো বেশ ভালই জনপ্রিয়তা অর্জন করেছিল দর্শক মহলে। মূলত খুদে নৃত্যশিল্পীদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে ধরা হয় এই রিয়েলিটি শো কে। সম্প্রতি এখানেরই দুই বিচারক দেব ও রুক্মিণীর পারফরমেন্স এর প্রমো ভিডিও ভাইরাল হয় দুনিয়ায়।

এই প্রমো ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে দেব রুক্মিণীর একটি ডান্স পারফরম্যান্স। “আমি নিজের জগতে মজায় ছিলাম বেশ” গানে অভিনেতা অভিনেত্রীকে পারফরমেন্স করতে দেখতে পাওয়া যায়। এদিন অভিনেতার পরনে ছিল ডার্ক ব্লু ব্লেজার আর ঠিক সেই কালারেরই প্যান্ট। আর তাঁর প্রেমিকার রুক্মিনীর পরনে ছিল টিপ লাল রঙের শর্ট টপ। খুব সুন্দর করে ভায়োলেট লাইটে সাজানো হয়েছিল স্টেজ। অভিনেতা এবং অভিনেত্রী দুজনেই নিজের পারফরমেন্সের মাধ্যমে মঞ্চ মাতানোর যথেষ্ট চেষ্টা করেছেন।

কিন্তু এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েই হল বিপদ। গান এমনকি নাচটিও পছন্দ হয়নি সোশ্যাল মিডিয়ার একাংশ নেটিজেনদের। একজন স্টার জলসার ইউটিউব চ্যানেলে গিয়ে কমেন্ট করেছেন, “এটা কি ধরনের নাচ?”, আবার আরেকজন কমেন্টে বলেছেন, “সবাই নাচ নিয়ে বলছে, বাট ওরা যে গানের সাথে নেচেছে সেই গানের সাথে নাচটা ঠিকই ছিল, গানটা দেখে পরে নাচ নিয়ে কথা বলতে আসবেন!” কিন্তু তাঁরা পাশে পেয়েছেন তাঁদের অনুরাগীদের।

অনেকেরই তাঁদের প্রিয় অভিনেতা-অভিনেত্রীর পারফরমেন্স বেশ ভাল লেগেছে। আপনিও যদি নাচের ননফিকশন শো দেখতে আগ্রহী হন তবে চোখ রাখুন স্টার জলসার পর্দায় প্রত্যেক শনি ও রবিবার রাত সাড়ে নটায়।

Related Articles

Back to top button