বিয়ের মন্ডপে বদলে গেল বর! অন্য কারো সাথে নয় লালনের সাথে হবে ফুলঝুরির বিয়ে! ভাইরাল ধারাবাহিকের নতুন প্রোমো!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ধূলোকণা। এই ধারাবাহিকে একসময় লালন ফুলঝুরির রসায়ন সকলের মন জয় করে নিয়েছিল। এই ধারাবাহিক বেঙ্গল টপার ধারাবাহিক মিঠাই কে হারিয়ে প্রথম স্থান অধিকার করে নেয়। তবে বিগত কিছুদিন ধরে এই ধারাবাহিক নিয়ে দর্শকের অনেক অভিযোগ তা হল এই ধারাবাহিকে চূড়ান্ত ন্যাকামো চলছে। লালন ফুলঝুরি একে অপরকে ভালবাসলেও অন্যায় ভাবে তাদের মধ্যেখানে ঢুকে পড়ে চড়ুই। লালন ফুলঝুরির বিয়ের দিন চড়ুই ফুলঝুরির বেশে বিয়ের মন্ডপে বসে পড়ে, আর তাদের মধ্যে বিয়ে হয়ে যায় লালন না দেখেই সিঁদুর পরিয়ে দেয় চড়ুইয়ের সিঁথিতে। এরপর লালন এই দিয়ে না মানলেও চড়ুই গিয়ে হাজির হয় লালনের বস্তিতে।
অন্যদিকে ফুলঝুরি যে তার নিজের সমস্ত অধিকার ছেড়ে দিয়েছিল সে লালনকে ভেতরে ভেতরে ভালোবেসে যায়। সম্প্রতি ধারাবাহিক নতুন ট্রাক এসেছে যেখানে দেখা যাচ্ছে যে ফুলঝুড়ির অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে সমস্ত দিনক্ষণ পাকা হয়ে গেছে এমন সময় কচুরি কে বিপদের হাত থেকে বাঁচাতে গিয়ে লালন বিপদের মুখে পড়ে আর অসুস্থ লালনকে দেখে নিজের বিয়ের আগের দিন ফুলঝুরি লালনের বস্তিতে চলে যায়। বিয়ের আগের দিন ফুলঝুরি লালনের বস্তিতে চলে গেলে সবাই তার চরিত্র নিয়ে কথা বলবে এই ভেবে লালন তাকে চলে যেতে বলে। এই ভিডিও আপলোড করবার পর দর্শকরা বলতে থাকেন যে ফুলজুরি চূড়ান্ত ন্যাকামো করছেন
তবে সম্প্রতি এই ধারাবাহিকে যা দেখানো হচ্ছে তা দেখে দর্শকদের মন খুশ হয়ে গেছে। দেখানো হচ্ছে যে ধারাবাহিকে বিয়ের দিন ফুলঝুরি বধূ বেশে উপস্থিত, তার হবু বরকে লালন বলছে, আমি তাহলে এবার আসছি। তখন ফুলঝুরির হবু বর লালন কে বলছে,“ যাচ্ছো কোথায় লালন! আজ তো তোমারই বিয়ে!” এরপর চড়ুই কে সে বলে,“ আপনার ক্ষমতা নেই লালন ফুলঝুরির বিয়ে আটকানোর!” অর্থাৎ ফুলঝুরির সাথে অন্য কারো নয় লালনের বিয়ে হবে-যা দেখে দর্শকরা অত্যন্ত খুশি হয়ে গিয়েছেন।