আপনার শহরে দিদি নাম্বার ওয়ান এর অডিশন! আর দেরি না করে এখুনি যোগাযোগ করুন!

দিদি নাম্বার ওয়ান’ দিদিদের কাছে এক অনুপ্রেরণার জায়গা। জি বাংলার জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ে বিভিন্ন খেলার থেকেও এই শোয়ের চমক লুকিয়ে রয়েছে মূলত দুইটি জায়গায়। প্রথম, এই রিয়েলিটি শোয়ের সঞ্চালিকা সকলের প্রিয় দিদি রচনা ব্যানার্জি। দ্বিতীয়, এই রিয়েলিটি শোয়ে আসা প্রতিটি প্রতিযোগীদের জীবনের গল্প ও নানাবিধ অভিজ্ঞতা। প্রতিমুহূর্তে এই শো সকলকে এগিয়ে চলার কথা বলে, জীবনের ভাঙ্গা-গড়ার মধ্যে উঠে দাঁড়ানোর কথা বলে।
আরও পড়ুন: কোয়েলের ফিটনেসের পিছনে গোপন রহস্য ফাঁস! জিমের আগে কী করেন কোয়েল?
জীবন যুদ্ধে লড়াই করে মেয়েরা প্রত্যেকটা মুহূর্তে এই দিদি নাম্বার ওয়ানে আসেন। তাদের একেকজনের জীবনের এক এক রকমের গল্প, কেউ অল্প বয়সে বিয়ে করে শ্বশুর-শাশুড়ি দ্বারা নির্যাতিতা হয়েছেন, কেউ ভালোবেসে বিয়ে করে প্রতারিত হয়েছেন, কারোর বা স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছে, কেউ আবার জীবনে অ্যাসিড অ্যাটাক এর মত কোন ভয়ঙ্কর হামলার সম্মুখীন হয়েছেন, প্রত্যেকই তাদের জীবনে এগিয়ে গিয়েছেন। খারাপ পরিস্থিতিকে জয় করেছেন এবং নতুনভাবে জীবন শুরু করেছেন। সেই নতুন জীবন শুরুর গল্প, সবকিছু ভেঙে যাওয়ার পর নতুন করে গড়ে তোলার গল্প প্রত্যেকটা মুহূর্তে দিদি নাম্বার ওয়ান এর বিভিন্ন প্রতিযোগী দিদিদের মুখে শোনা যায়।
আর এই সব কথা শুনতে শুনতে প্রত্যেকেরই সাধ হয় একবার জি বাংলার দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে গিয়ে দাঁড়াতে। দিদি রচনা ব্যানার্জীর কাছে গিয়ে নিজের জীবন যুদ্ধের গল্প বলতে, কারণ এই সমাজে প্রত্যেকটা মেয়েকেই কোথাও না কোথাও লড়াই করে বাঁচতে হয়। দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে যেতে চাইলে তার অডিশন দিতে হবে।
আপনারা হয়তো অনেকেই জানেন না অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা দিদি নাম্বার ওয়ান এর অডিশন সম্পর্কিত কিছু তথ্য শেয়ার করেছেন যেখানে জানা যাচ্ছে যে আগামী ১৫ই মে রবিবার উত্তর ২৪ পরগনার অশোকনগরে দিদি নাম্বার ওয়ান এর অডিশন হতে চলেছে। অশোকনগরের কল্যাণগড় বালিকা বিদ্যালয়ে অডিশনটি দিতে হবে। এছাড়া রাজ্যের অন্যান্য শহরগুলিতে কবে কোথায় অডিশন নেওয়া হবে তা জানবার জন্য দিদি নাম্বার ওয়ানে চোখ রাখতে হবে কারণ সেই তথ্য দিদি নাম্বার ওয়ানের এপিসোডেই দেওয়া হবে।
তবে দিদি নাম্বার ওয়ান এর রেজিস্ট্রেশন এর জন্য কোন টাকা লাগে না বলে জিবাংলার তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তাই অডিশনের জন্য যোগাযোগ করে কেউ টাকা চাইলে সাবধান হয়ে যাবেন কখনোই প্রতারকের পাল্লায় পা দেবেন না। আর দেরি না করে তাহলে প্রস্তুত হয়ে নিন দিদি নাম্বার ওয়ান যাওয়ার জন্য।