সিরিয়াল

সূর্যর জীবনে আসলো এক নতুন নারী? দীপার প্রতি কি তবে মন উঠলো সূর্যর? নাকি দিতিপ্রিয়ার সাথে জুটি বাঁধছেন দিব্যজ্যোতি

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক “অনুরাগের ছোঁয়া”। সেই ধারাবাহিকে মুখ্য চরিত্র অর্থাৎ দীপা এবং সূর্যের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh) এবং অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। বলা বাহুল্য এর আগে জয়ী ধারাবাহিকের অভিনয় করেছিলেন দিব্যজ্যোতি। সেখান থেকেই তিনি পরিচিতি পান। এবার দিব্যজ্যোতির জীবনে আগমন ঘটলো দিতিপ্রিয়ার।

একসময়ের জনপ্রিয় ধারাবাহিক রানী রাসমনির মুখ্য চরিত্রে অর্থাৎ স্বয়ং রানী রাসমনির চরিত্রে অভিনয় করেছিলেন দিতিপ্রিয়া (Ditipriya)। তখন থেকে এখনো অবধি তার সেই খ্যাতি শিখরে রয়েছে। এর আগেও টলিউডের বহু কাজ করেছেন অভিনেত্রী। তবে এবার কাজের অন্য একটি ধারায় পা রাখলেন অভিনেতা দিব্যজ্যোতির সাথে।

 

View this post on Instagram

 

A post shared by Dibyojyoti Dutta (@dibyojyoti_dutta_)

অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দীপা এবং সূর্যের মাঝে দিতিপ্রিয়া কোনো নতুন চরিত্র হিসেবে আসছেন কিনা এই প্রশ্ন শোনা যাচ্ছে আনাচে কানাচে। ধারাবাহিকের গল্প যা দাঁড়িয়েছে তাতে এই ঘটনা ঘটলেও খুব অবাক হবেন না দর্শকেরা। তবে ব্যাপারটি ঠিক তা নয়। আসলে দিতিপ্রিয়া এবং দিব্যজ্যোতি একসাথে একটি মিউজিক ভিডিওতে কাজ করছেন।

 

View this post on Instagram

 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya)

রানী রাসমণি এবং সূর্য এক নতুন রূপে ধরা দেবেন দর্শকদের সামনে। এসভিএফ-এর পরিচালনায় আসতে চলেছে এই নতুন মিউজিক ভিডিও টি। ভিডিওটির নাম “দেখেছি রুপসাগরে”। দুজনেই সেই মিউজিক ভিডিওর পোস্টার নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এই পোস্টার শেয়ার করে অভিনেত্রী লিখেছেন এটি তার জীবনের প্রথম মিউজিক ভিডিও। এই পোস্টার প্রকাশ্যে আসতেই দারুণ উত্তেজিত দর্শকেরা। দিব্যজ্যোতি এবং দিতিপ্রিয়াকে যুগলে দেখতে ব্যস্ত হয়ে উঠেছেন দর্শক।

Related Articles

Back to top button