সিরিয়াল

স্টার জলসা মহিষাসুরমর্দিনীতে কে দুর্গা হবেন এই নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই, এবারেও মহিষাসুরমর্দিনীতে দুর্গা হবেন শুভশ্রী? তবে জলসার দর্শক চাইছে খড়িকে

আর মাত্র কয়েকদিন পরেই আসছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা রাজ্যবাসীর। সমস্ত দুঃখ-কষ্ট, সমস্যা ভুলে পাঁচ দিনের জন্য মেতে ওঠে মানুষ আনন্দ উৎসবে। মহালয়া উপলক্ষে বিভিন্ন বিনোদনমূলক চ্যানেলগুলিতে মহিষাসুরমর্দিনীর শো টেলিকাস্ট করা হয়। আর সেই শোয়ে দেবী দুর্গার চরিত্রে অভিনয় নিয়ে চলে হাড্ডাহাড্ডি লড়াই। জি বাংলায় মহিষাসুরমর্দিনীতে কোন অভিনেত্রী কে দেওয়া হবে সে বিষয়ে জানা গেলেও স্টার জলসার শো নিয়ে এখনো সঠিকভাবে কিছু জানা যায়নি।

বর্তমানে বাংলার অন্যতম জনপ্রিয় দুটি বিনোদন চ্যানেল হলো স্টার জলসা এবং জি বাংলা। প্রত্যেক বছর এই দুটি চ্যানেলে মহিষাসুরমর্দিনী টেলিকাস্ট করা হয় মহালয়ার দিন ভোর পাঁচটায়। প্রত্যেক বছরের মতো এই বছরেও মহিষাসুরমর্দিনী টেলিকাস্ট করা হবে। তবে এবারের মহিষাসুরমর্দিনীর জন্য দুটি চ্যানেলেই কোন কোন অভিনেত্রীকে নির্বাচন করা হবে তা নিয়ে চলছে জোরদার জল্পনা।

প্রতিবছরেই কার প্রিয় অভিনেত্রী মহিষাসুর মর্দিনী চরিত্রে অভিনয় করবেন এই নিয়ে দর্শকদের মধ্যেও চলে লড়াই। যেমন এইবার জানা যাচ্ছে জি বাংলায় মহিষাসুরমর্দিনী চরিত্রে অভিনয় করতে চলেছেন সকলের প্রিয় মিঠাই। তেমনই আবার অন্যদিকে স্টার জলসার মহিষাসুরমর্দিনী নিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ দর্শকের। কারণ শোনা যাচ্ছে, খুব সম্ভবত এবারেও মহিষাসুরমর্দিনী হতে চলেছেন অভিনেত্রী শুভশ্রী। এবারে যে একেবারেই মেনে নিতে পারছেন না জলসার দর্শক। তাদের কথা খড়িকে এইবারে মহিষাসুরমর্দিনী জন্য নির্বাচন করা হোক। যদিও এ বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে এখনো কিছু ঘোষণা করা হয়নি।

প্রসঙ্গত দুর্গাপুজোর ঠিক এক সপ্তাহ আগে হয় মহালয়া। পিতৃপক্ষের শেষ হয়ে দেবী পক্ষের সূচনা হয় এই দিনে। ২৫ শে সেপ্টেম্বর এ বছরের মহালয়া। মহিষাসুরমর্দিনী নামে জি বাংলা ও স্টার জলসা তেও এবছরের শো টেলিকাস্ট করা হবে। দেবী শক্তি কিভাবে মহিষাসুরকে বদ করলেন এই সম্পূর্ণ গাথা নিয়ে তৈরি করা হয় শটিকে। এবার দেখার পালা অন্যতম দুটি বিনোদন চ্যানেলে এ বছরের মহিষাসুর মধ্যে নেই কে হতে চলেছেন!

Related Articles

Back to top button