‘ডিম আগে না মুরগি আগে’, অবশেষে ধাঁধাঁর সঠিক জবাব ফাঁস দাদাগিরিতে! বললেন স্বয়ং সৌরভ গাঙ্গুলী

জি বাংলার জনপ্রিয় গেম শো দাদাগিরিতে প্রত্যেকটি সিজনে কিছু না কিছু চমক থাকে। এইবার যেমন প্রথম থেকেই চমক দেখা যাচ্ছে, সাধারণ মানুষের তুলনায় এই সিজনে প্রতিদিন ভিড় করে আসছেন তারকারা, তাদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতার গল্প শুনতে শুনতেই হাসি মজায় ভরে উঠছে দাদাগিরির মঞ্চ! দাদাগীরির মঞ্চতে এইবার বহুদিন ধরে চলা একটি ধাঁধার উত্তর পাওয়া গেল!
আরও পড়ুন: ‘অপরাজিত বানানোই অপরাধ!’ সত্যজিতের নন্দনে ব্রাত্য সত্যজিতের জীবনী, ক্ষুব্ধ হয়ে বললেন ছবির প্রযোজক!
এই ধাঁধাটি বহুদিনকার এমনকি একটি গানও আছে এই ধাঁধাটিকে নিয়ে। ডিম আগে না মুরগি আগে? ডিম আর মুরগির মধ্যে কে আগে এই পৃথিবীতে এসেছিলো তা নিয়ে বহুদিনকার রহস্য রয়েছে এই রহস্য ভেদ করলেন সবার প্রিয় দাদা, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, দাদাগিরির সঞ্চালক সৌরভ গাঙ্গুলী। দাদাগিরির বিভিন্ন এপিসোড এর মধ্যে সম্প্রতি একটি পুরনো এপিসোড ভাইরাল হয়েছে। যে এপিসোডে দাদাগীরির মঞ্চে হাজির হয়েছিলেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, সুদীপা চক্রবর্তী আর বিশ্বনাথ বসু।
সেই এপিসোডেই দেখা যায় বিশ্বনাথ কে দাদা প্রশ্ন করে বসেন, ডিম আগে না মুরগি আগে? বিশ্বনাথ মজা করে বলেন আমি আগে। অন্যদিকে অপর প্রতিযোগী জয়জিৎ হাসতে হাসতে বলেন, আগে পেট সব পেটে যায়। তারপর বিশ্বনাথ বলেছিলেন, মুরগি আগে। কারণ প্রশ্নে লেখা আছে ডিম আগে না,মুরগি আগে। তাই তার মনে হয়েছিল প্রশ্নে যে হতো এরকম ভাবে মুরগির আগে, আগে কথাটি লেখা আছে তাই ওটাই হবে সঠিক উত্তর। দাদা এইবার বলেন এই প্রশ্নটার সাথে পৃথিবীর ইতিহাসের যোগাযোগ আছে। পৃথিবীর ইতিহাসে ডিম না মুরগি কোনটা আগে? অনেক ভেবেও বিশ্বনাথ এর উত্তর দিতে পারেননি! এরপর দাদা বলেন, উত্তর হবে ডিম আগে। কারণ ডাইনোসরের ডিম পৃথিবীতে সবথেকে আগে পাওয়া যায়, তখন মুরগির অস্তিত্বই ছিল না আর প্রশ্নে কোথাও বলা হয়নি যে ডিমটা মুরগির ডিম।
আরও পড়ুন: আপনার শহরে দিদি নাম্বার ওয়ান এর অডিশন! আর দেরি না করে এখুনি যোগাযোগ করুন!
প্রসঙ্গত উল্লেখ্য, ইংল্যান্ডের শেফিল্ড এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক দীর্ঘদিন ধরেই ডিম আগে না মুরগি আগে এই বিষয়টির ওপর গবেষণা করেছিলেন। এরপর তারা গবেষণা করে বুঝতে পেরেছেন যে, মুরগির ডিমের আগে মুরগি এসেছিল কারণ তাদের বক্তব্য মুরগির ডিমের খোলায় একটি বিশেষ ধরনের প্রোটিন রয়েছে যেটি ছাড়া ডিমের খোলা তৈরি হয় না আর এই প্রোটিনটি শুধুমাত্র মুরগির জরায়ুতেই তৈরি হয় তাই মুরগি না আসলে কখনোই এই বিশেষ প্রোটিনটি তৈরি হতো না আর ডিমেরও সৃষ্টি হতো না। প্রসঙ্গত উল্লেখ্য এই বিশেষ প্রোটিন টির নাম Ovocleidin।