সিরিয়াল

এ কি বিপদ ‘খুকুমণি হোম ডেলিভারি’র ভাগ্যে – জলসা পরিবার অ্যাওয়ার্ড মাতিয়ে আসার পরেই ধারাবাহিক বন্ধের নোটিশ জারি

সম্প্রতি শেষ হলো স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড এর ধামাকাদার অনুষ্ঠান। একের পর এক পারফরম্যান্সের দ্বারা মঞ্চ মাতিয়ে এখনও পর্যন্ত সেই রেশ কাটেনি। আর তারই মাঝে এ কি বিপদ! খুকুমণি হোম ডেলিভারির কপালে এত খারাপ দিন যে নেমে আসবে কোনোদিন ভাবতেও পারেননি। এখনও পর্যন্ত ধারাবাহিকের সম্পূর্ণ টিম পুরো বিষয়টি যেনো হজম করতে পারছেন না। রাতারাতি যেনো বদলে গেলো সবকিছু। ধারাবাহিকে অভিনয় করা কোনো শিল্পী থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী কেউই এখনও ঠিক বুঝে উঠতে পারছেনা।

আরও পড়ুন: উত্তম কুমার তার চোখের দিকে তাকালেই ডায়লগ ভুলে যেতেন – সাবিত্রী চট্টোপাধ্যায় নিজে মুখে স্বীকার করে নেন একথা

তবে ঘটনা যাই হোক না কেনো এমন সিদ্ধান্তে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন টিমের সকলেই। প্রকাশ্যে মুখ খুলতে নারাজ কেউই। চ্যানেলের সাথে প্রযোজকের সমস্যা নাকি ধারাবাহিকের টিআরপি এর ক্ষেত্রে অবনতি! নেপথ্যে কোন কারণ? তবে গত বেশ কিছু সপ্তাহ ধরেই টিআরপির দিকে বিচারে তলানিতে রয়েছে তবে সেই দিকে বিচার করতে গেলে আরও অনেক ধারাবাহিক রয়েছে খারাপ ফল করে , তাই তো প্রশ্ন উঠেছে, হঠাৎ এই সিরিয়াল কেনো বন্ধ হলো? বিগত বছরে যখন একের পর এক ধারাবাহিক খারাপ ফল করছিল সেই হিসেবে এই ধারাবাহিক বেশ কয়েক সপ্তাহ ধরে প্রথমের দিকেই ছিল।

ধারাবাহিকের প্রেক্ষাপটের হিসেবে, বিহান ওরফে রাহুল এইসবে স্কুলে ভর্তি হয়েছে। মানসিক ভাবে এখনও সুস্থ হতে পারেনি সে। তার থেকেই স্পষ্ট যে গল্প শেষ হতে বহু বাকি কিন্তু তার মাঝেই এমন খবর। তাই তো দর্শকদের মনে স্বাভাবিক ভাবেই প্রশ্ন জেগেছে এইভাবে হঠাৎ কিভাবে বন্ধ হয়ে যেতে পারে ধারাবাহিক। ভক্তরাও বেশ মনের দিক দিয়ে ক্ষুণ্ণ হয়েছেন। তাঁদের পছন্দের ধারাবাহিকের এইভাবে মাঝ রাস্তায় বন্ধ হয়ে যাওয়া মোটেই যেনো মন থেকে মেনে নিতে পারছে না কেউই।

আরও পড়ুন: রনলিয়ার বিয়ের প্রথম ছবি প্রকাশ হলো! আলিয়ার সৎ দাদা করলেন প্রথম ছবি শেয়ার

তাই তো শেষ মুহূর্তের জন্য ভক্তরা একটাই আবেদন জানিয়েছেন, যাতে মাঝ রাস্তায় এই ধারাবাহিকের শেষ না করে দেওয়া হয়। তবে উত্তরের আশায় পথ চেয়ে বসে আছে এখন ভক্তরা। তাদের অনুরোধে আদৌ কি কাজে দেবে নাকি সত্যিই শেষ হয়ে যাবে এই ধারাবাহিক। প্রযোজনা সংস্থার শেষ সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন এখন সবাই! দেখা যাক সময় বলবে কি হয়।

Related Articles

Back to top button