সিরিয়াল

বনগাঁর মেয়ে সবাইকে হারিয়ে দিলো! সুপারস্টার সিঙ্গারের চলতি সিজনের বিজেতা হলেন অরুণিতা কাঞ্জিলালের গ্যাংয়ের সদস্য

এবছর সুপারস্টার সিঙ্গার সিজন ২ এর সেরার শিরোপা জিতে নিলো মহম্মদ ফইজ। মাত্র ১৪ বছর বয়সী এই প্রতিযোগী নিজের সুরেলা কন্ঠের মাধ্যমে প্রথম থেকেই সকলের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল। তাই প্রথম থেকেই বোঝা গেছিল যে এই বছর সুপারস্টার সিঙ্গারের বিজয়ী ফাইজই হবে। ফাইজ ছিল অরুনিতার গ্যাং এর প্রতিযোগী। এছাড়াও দ্বিতীয় স্থানে রয়েছে সালমান আলি গ্যাং এর মানি। বিজেতা হওয়ার পাশাপাশি ঐদিন ফাইজ এর হাতে তুলে দেওয়া হলো ট্রফি এবং ১৫ লক্ষ টাকার চেক। আর প্রথম রানারআপ হওয়ার জন্য মানি পেলো ৫ লক্ষ টাকা।

ফাইনাল পর্বে প্রতিযোগী হিসেবে দেখা গেছিল পবনদীপ রাজনের গ্যাং থেকে বাংলার ছেলে প্রাঞ্জল বিশ্বাস ও মানালির সায়শা গুপ্তা, মহ্হমদ দানিশের গ্যাং থেকে আর্যনন্দা আর বাবু ও ঋতুরাজ কেরালা থেকে। শো জেতার পর ফাইজ জানায় ‘খুব খুশি আমার বাড়ির সবাই। বিজেতা হিসেবে আমার নাম ঘোষিত হওয়ার সাথে সাথেই সবাই আনন্দে কেঁদে ফেলে। আমার মতোই ওরা ধীরে ধীরে এই খবর বিশ্বাস করছে। মামা আমাকে কোলে করে স্টেজে নিয়ে আসে আমার নাম ঘোষণা হওয়ার পর। বাবা কাজের জন্য বাইরে থাকে, ফোনে কথা বলেছি। আমার মা আর বোনেরাও খুব খুশি। আমার এটাই ভালো লাগছে যে আমি ওদের গর্বিত করতে পেরেছি।’

এছাড়াও সে বলে ‘আমি কোনওদিন প্রতিযোগিতা নিয়ে ভাবিনি। কখনও ভাবিনি আমাকে জিততেই হবে বা যেতে হবে ফাইনালে। আমি শেখার দিকে গুরুত্ব দিয়েছি। এখানে সবাই তাই। আমরা কখনই একে-অপরকে টেক্কা দিতে গাইনি, বরং নিজেদের সেরাটা দিতে গান গেয়েছি।’ বর্তমানে ফাইজ নবম শ্রেণীতে পড়াশুনা করছে। ভবিষ্যতে গান নিয়েই এগোতে চায় সে। দর্শকদের সাথে সবসময় জুড়ে থাকতে চায়।

Related Articles

Back to top button