এই সপ্তাহের পর আবার কি TRP তে পেছনে চলে যাবে মিঠাই? লক্ষ্মী কাকিমা আবার হারাতে পারে মিঠাই কে বলছেন দর্শকরা

প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার মানেই সিরিয়াল প্রেমীদের কাছে রেজাল্ট বেরোনোর মতো উত্তেজনা। প্রতি সপ্তাহের এই দিনে জনপ্রিয় ধারাবাহিক এবং রিয়েলিটি শো গুলির টিআরপি রেটিং বেরিয়ে থাকে। আর এই সময় চলে দর্শকদের মধ্যে লড়াই। সারা সপ্তাহ ধরে যে ধারাবাহিক তারা দেখে আসছে তাদের মধ্যে কে সবথেকে এগিয়ে এ বিষয়ে চলে তর্ক। আবার তেমনই জি বাংলা, স্টার জলসার মত জনপ্রিয় বিনোদন চ্যানেল গুলির নিজেদের মধ্যেও চলে টিআরপির হাড্ডাহাড্ডি লড়াই। এই লড়াইয়ে কখনো থাকে জি বাংলা এগিয়ে আবার কখনো থাকে স্টার জলসায় এগিয়ে। তবে চলুন এবার দেখে নেওয়া যাক কোন ধারাবাহিক গুলি হল বাংলার সেরা ধারাবাহিক।
এই সপ্তাহের বাংলার সেরা ৫ ধারাবাহিক হল –
১ম – মিঠাই ৮.৫
২য় – লক্ষ্মী কাকিমা ৮.০
৩য় – গৌরী এলো / গাঁটছড়া ৭.৯
৪র্থ – আলতা ফড়িং ৭.৭
৫ম – ধুলোকণা ৭.৫
অর্থাৎ প্রথম দশে রইলো –
প্রথম – মিঠাই ৮.৫, দ্বিতীয় – লক্ষ্মী কাকিমা ৮.০, তৃতীয় – গৌরী এলো / গাঁটছড়া ৭.৯, চতুর্থ – আলতা ফড়িং ৭.৭, পঞ্চম ৫ম – ধুলোকণা ৭.৫, ষষ্ঠ – মন ফাগুন, অনুরাগের ছোঁয়া ৬.৩, সপ্তম – উমা ৬.২, অষ্টম – এই পথ যদি না শেষ হয় ৬.০, নবম – নতুন শুরু হওয়া ধারাবাহিক এক্কাদোক্কা ৫.৮, দশম – খেলনা বাড়ি ৫.৬।
চলুন এবার দেখে নেওয়া যাক সম্পূর্ণ ধারাবাহিকগুলির টিআরপির রেটিং –
5:00 PM : খেলাঘর (১.৬)
5:30 PM : গুড্ডি (৩.১) | দিদি No.1 S9 (৩ ১)
6:00 PM : গোধূলি আলাপ (৩.৭) | পিলু (৪.৫)
6:30 PM : সাহেবের চিঠি (৪.২) | খেলনা বাড়ি (৫.৬)
7:00 PM : গাঁটছড়া (৭.৯) | উমা (৬.২)
7:30 PM : আলতা ফড়িং (৭.৭) | গৌরী এলো (৭.৯)
8:00 PM : ধুলোকণা (৭.৫) | মিঠাই (৮.৫)
8:30 PM : মন ফাগুন (৬.৩) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৮.০)
9:00 PM : এক্কা দোক্কা (৫.৮)
এই পথ যদি না শেষ হয় (৬.০)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৬.৩) | লালকুঠি (৪.৯)
10:00 PM : আয় তবে সহচরী (৪.৮) | বোধিসত্ত্বর বোধবুদ্ধি (৫.১)
10:30 PM : বৌমা একঘর (২.৭) | উড়ন তুবড়ি (৪.২)
11:00 PM : জয় গোপাল (২.১) | শিশু ভোলানাথ (২.৩)
ধারাবাহিক ছাড়াও রিয়েলিটি শো গুলি ও মানুষের মধ্যে বেশ জনপ্রিয়। চলুন দেখে নেওয়া যাক রিয়েলিটি শো এর টিআরপির ফলাফল –
রান্নাঘর (১.১)
সা রে গা মা পা (৬.৯)
দিদি No.1 [সানডে ধামাকা] (৬.৮)
Ismart Jodi (৩.১)
অর্থাৎ টিআরপি রেটিংয়ে সর্বোচ্চ স্থানে এবারে রয়েছে সা রে গা মা পা (৬.৯), দ্বিতীয় – দিদি No.1 [সানডে ধামাকা] (৬.৮), তৃতীয় – Ismart Jodi (৩.১) এবং চতুর্থ – রান্নাঘর (১.১)
এই সপ্তাহে আজ বৃহস্পতিবার বেরোলো টিআরপির লিস্ট। এই সপ্তাহের ফলাফলে দেখা যাচ্ছে বেশ কয়েক সপ্তাহের পিছিয়ে পড়া মিঠাই সময় ফিরে এসছে নিজের প্রথম স্থানে। আবার অন্যদিকে রিয়েলিটি শো গুলির মধ্যে সারেগামাপা ছাপিয়ে গেল দিদি নাম্বার ওয়ান কে।