এটা কি ধরনের উদ্ভট আচরণ? গাঁটছড়ার নতুন প্রোমোতে ঋদ্ধিমানের আচরণের পিছনে কোন যুক্তিসম্মত কারণ খুঁজে পাচ্ছেন না নেটিজেনরা

এক সময়কার বঙ্গসেরা ও বর্তমানের জনপ্রিয় স্লট লিড ধারাবাহিক হলো ‘গাঁটছড়া’। ধারাবাহিকে ঋদ্ধি খড়ির রসায়ন রীতিমতো জমে উঠেছিল। ঋদ্ধির চরিত্রের উদ্ধত ভাব কেটে গিয়ে আস্তে আস্তে সে নমনীয় হয়ে উঠছিলো এবং খড়ির প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছিল। কিন্তু মাঝখান থেকে কুনালের বিয়েটা এমন ভাবে হয়ে গেল যে গল্পের মোড় পুরো অন্যদিকে ঘুরে গেল।
ধারাবাহিক দেখা গেল যে, ঋদ্ধি একটি গুরুত্বপূর্ণ কাজে বাইরে গেছে এবং সে কুনালের বিয়ের পুরো দায়িত্বটা দিয়ে গেছে খড়ির ওপর। এর আগে সে একবার খড়ি কে একটি দায়িত্ব দিয়েছিল কিন্তু সেইবার খড়ি ভুলক্রমে দরজা খুলে শুয়ে ছিলো বলে গয়না চুরি হয়েছিল এবং পুলিশের ঝামেলায় তাদের পড়তে হয়েছিলো। সেই সময় ঋদ্ধি খড়ির পাশে ছিল এবং তারপর তাকে ভুল না বুঝে আবার সে তাকে একটি দ্বিতীয় দায়িত্ব দেয়।
এই দায়িত্বটার ক্ষেত্রেও খড়ি ভুল করে। যখন কুনাল আর বনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন সে একাই বেরিয়ে যায় দুজনকে খুঁজতে আর তারপর যখন বোঝে পরিস্থিতির বিরুদ্ধ তখন একাই সিদ্ধান্ত নিয়ে দুজনের বিয়ে দিয়ে দেয় জনরোষের হাত থেকে কুনাল আর বনি কে বাঁচানোর জন্যই খড়ি এই কাজটি করেছিল। কিন্তু এরপর কেউই তার পাশে থাকে না সকলেই তাকে ভুল বুঝতে থাকে আসলে সকলে নিজের নিজের জায়গা থেকে ঠিক সবাই ভাবছে কুনালের জীবনটা নষ্ট হয়ে গেল।
এই পরিস্থিতিতে ঋদ্ধি ফিরে আসে এবং সে তার স্ত্রীর পাশে দাঁড়ানোর বদলে তার স্ত্রীকে ভুল বোঝে। সে ভাবে খড়ি পুরো প্ল্যান করে বনিকে কুনালের সাথে বিয়ে দিয়েছে। কিন্তু এরপর সে যে কান্ডটা ঘটায় সেই কান্ডটি পুরো উদ্ভট। সে একটা বারে যায় এবং সেখানে গিয়ে বিভিন্ন রকমের মদ খেতে থাকে আর বলতে থাকে খড়ি আই হেট ইউ। এই প্রোমোটি দেখার পর দর্শকরা রেগে গিয়েছেন, তারা কিছুতেই বুঝতে পারছেন না এটা কি ধরনের আচরণ হলো! অভিমানের বশে হলেও ঋদ্ধি যা করেছে সেই কাজের পিছনে কোন কারণ খুঁজে পাচ্ছেন না নেটিজেনরা।