বাংলা সিরিয়ালে অদ্ভুত দৃশ্য! শূন্যে ভাসছেন ধূর্জুটি বাবা, দেখে ভয় পেয়ে পালালো গৌরী, সোশ্যাল মিডিয়ার ভাইরাল সেই ভিডিও

বাংলা সিরিয়ালের জনপ্রিয়তা নেহাত কম নয়। বহুদিন থেকেই বাংলা সিরিয়াল এবং দর্শকের অটুট ভালোবাসা রয়েছে। তবে সময়ের সাথে সাথে বদলেছে সিরিয়ালের ধরন। এখনের দর্শকের চাহিদা অনুযায়ী আনা হচ্ছে বিভিন্ন সিরিয়াল। বিজ্ঞান ও আধ্যাত্মিক ভক্তির মিসেলে আনা হয়েছে “গৌরী এলো”। জি বাংলার পর্দায় আনা হয়েছে এই ধারাবাহিক। খুব বেশিদিন বয়স নয় এই ধারাবাহিকের। তবে ইতিমধ্যেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে গৌরী এলো। সিরিয়ালের প্লট অনুযায়ী নায়ক নায়িকা দুজনেই স্বয়ং হর পার্বতীর রূপ। তাই তাদের হাত দিয়েই বিভিন্ন অসাধ্য সাধন করেন মা কালী।
ধারাবাহিকের গল্প অনুযায়ী ঘোষাল বাড়িতে শৈল মায়ের দাপট অনেক কমে এসেছে। ভন্ড সাধুর বেশে শৈল মা বারবার বিপদে ফেলতেন গৌরীকে। তবে মা কালীর আশীর্বাদে গৌরী বেরিয়ে আসতো সেই বিপদের বেড়াজাল কাটিয়ে। এবার তিনি গৌরীকে আরো বড় বিপদে ফেলতে ধূর্জুটি বাবা নামে এক সন্ন্যাসী কে ধরে আনেন। গল্প অনুযায়ী যিনি একজন সাধু পুরুষ এবং সাধনার ফলে তিনি পেয়েছেন বিভিন্ন অলৌকিক ক্ষমতা।
সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে দেখা যাচ্ছে ধূর্জুটি বাবা শূন্যে ভেসে আসেন। আবার শুধুমাত্র ইসারার মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে আনছেন চেয়ার। এসব অলৌকিক দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যায় গৌরী। গৌরী কে ভয় পাইয়ে দারুন খুশি হয় শৈলমা এবং ধূর্জুটি বাবা। চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে সেই ভিডিও পোস্ট হওয়া মাত্রই ঝড়ের বেগে ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
এই ধারাবাহিকে বয়স খুব বেশিদিন না হলেও নায়ক ঈশান এবং নায়িকা গৌরী ইতিমধ্যেই দর্শকের মনে একটি বড় অংশ জায়গা করে নিয়েছে নিজেদের জন্য। সব কাজ শেষে দর্শকেরা পছন্দ করেন নিজের পছন্দের ধারাবাহিক দেখার। ভক্তিমূলক আধ্যাত্মিক চেতনা এবং বিজ্ঞানের মিশ্রণে তৈরি এই ধারাবাহিক বেশ জনপ্রিয়তা পাচ্ছে সময়ের সাথে সাথে।