সিরিয়াল

ঠাকুর ভেবে লিওনার্দোর মোনালিসাকেই মালা ও ধূপ দিলো গৌরী

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ‘গৌরী এলো’। এই ধারাবাহিকের গল্প অনান্য ধারাবাহিকের চেয়ে বেশ অন্যরকম! তা সত্ত্বেও এই ধারাবাহিক টিআরপি তালিকার প্রথম দিকে জায়গা করে নিয়েছে। এখানে ঘোমটাকালীর পৌরাণিক গল্পের মোড়কে শিব অংশ ও দেবী অংশের মিলন দেখানো হয়েছে। তবে নাস্তিকতা ও অন্ধবিশ্বাসেরর বাইরে এই গল্পে বিঞ্জান এবং ভক্তির সমন্বয় দেখানো হয়েছে। এইবার এই গল্পের নতুন পর্বের একটি প্রোমো দেখে হাসির রোল উঠলো নেট পাড়ায়।

আরও পড়ুন: দূরত্ব ভুলে ফের কাছে এলেন দেব-মিমি, প্রেমের কথা বলবেন মধ্যপ্রদেশে

বেশ কিছুদিন আগেই মৃত্যুর মুখ থেকে ঈশানকে বাঁচাতে কনের বেশে বিয়ের মন্ডপ ছাড়ে গৌরী আর এরপরই গৌরীর চরিত্র নিয়ে যাতে কোনো কথা না ওঠে সেই কারণে গ্রামবাসীদের সামনে ঈশান গৌরীকে বিয়ে করে। এখন গৌরী ঈশানের সাথে তার শ্বশুরবাড়িতে এসে রয়েছে। সেখানে শৈল মায়ের সাথে গৌরীর লড়াই‌ও বেঁধেছে। এইসবের মাঝেই এমন একটি কাণ্ড ঘটিয়ে বসলো গৌরী, যা দেখে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

এইদিন একজন দর্শক সোশ্যাল মিডিয়ায় ‘গৌরী এলো’র একটি নতুন পর্ব শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি কমিক সিন, যা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন দর্শকরা। ভিডিওতে দেখা যাচ্ছে, শ্বশুরবাড়ি এসে ঠাকুরের ছবি ভেবে একটি ছবিতে মালা দিয়ে ধূপ দেখাচ্ছেন গৌরী। তবে এটি আসলে কোনো ঠাকুরের ছবি নয়, এটি লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসার ছবি। মোনালিসার সেই ছবিতে গৌরীকে মালা দিতে দেখেই হাসির রোল ওঠে নেট দুনিয়ায়।

আরও পড়ুন: বিয়ের পাঁচ দিন পরেই সিঁদুর মুছে কটাক্ষের শিকার নববধূ আলিয়া

আসলে ঈশানের বাড়ির দেওয়ালে মোনালিসার একটি ছবি টাঙানো দেখে গৌরী ভাবে এটা কোনো ঠাকুরের ছবি। তাই ছবিতে মালা দিয়ে ধূপ দেখায় সে। এরপর তাকে বলতে শোনা যায়, তেত্রিশ কোটি দেব দেবীর সব রূপ তো সে জানেনা, এটা বোধহয় দেবীর কোন‌ওরূপ হবে। তাই পুজো করলো সে।- এই ভিডিও দেখেই চক্ষু চড়কগাছ হয়ে গেছে দর্শকদের। কেউ কেউ লিখেছেন, ‘এটাই দেখা বাকি ছিলো’, কেউ আবার লিখেছেন,‘ ভাগ্যিস উনি আর বেঁচে নেই, এটা দেখলে নেহাত হার্টফেল হতো দ্য ভিঞ্চির’। গৌরি মোনালিসাকে ঠাকুর ভেবেছে এই দৃশ্যটি দেখে কিছু মানুষ বলেছেন নির্মাতাদের আর একটু ভাবনা চিন্তা করে গল্প লেখা উচিত। তবে অনেক মানুষই কিন্তু এক্ষেত্রে গৌরীর পাশে দাঁড়িয়েছেন। নেটাগরিকদের মধ্যে অনেকেই বলেছেন যে, চিত্রনাট্য অনুযায়ী গৌরীর চরিত্রটি যেরকমভাবে উপস্থাপিত করা হয়েছে, তাতে তার মত একটি অজপাড়া গাঁয়ের মেয়ের পক্ষে কোনভাবেই মোনালিসাকে চেনা সম্ভব নয়।

Related Articles

Back to top button