সিরিয়াল

বেশি কাজ নয় ভালো কাজ! দীর্ঘ সময় অপেক্ষা করে একাধিক প্রস্তাব ফিরিয়ে গোধূলি আলাপের চরিত্র বেছেছেন আদি

স্টার জলসার ‘বউ কথা কও’ ধারাবাহিকের নিখিল তিনি, আবার তিনিই ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকের নিশীথ। শহুরে আধুনিক চরিত্র হোক অথবা সাদামাটা ময়রার চরিত্র-সবেতেই তিনি ছক্কা হাঁকিয়েছেন। তিনি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ ঋজু বিশ্বাস। বর্তমানে গোধূলি আলাপে কাজ করছেন এই অভিনেতা। এই ধারাবাহিকে অরিন্দম রায়ের ভাইয়ের চরিত্রে তার অভিনয় দর্শকদের মন জিতে নিয়েছে। সবাই এখন তাকে আদি বলেই চেনে।

আরও পড়ুন: ঝিলমের বিশেষ প্রতিভায় মুগ্ধ দাদা! জাহ্নবীকে কী জিজ্ঞেস করলেন ঝিলম!

ধারাবাহিকের নায়ক-নায়িকা অরিন্দম নোলক অর্থাৎ কৌশিক সেন ও সোমু সরকারের পাশাপাশি আদি চরিত্রের জন্য চর্চিত হচ্ছেন ঋজু বিশ্বাস‌ও। নিজের চরিত্র নিয়ে অভিনেতা বলেন, “আদি এমন একটা চরিত্র যে খুব ভালো আবার খুব যুক্তি দিয়ে কথা বলে। এই চরিত্রে অভিনয় করার প্রস্তাব যখন আসে তখনই আমার বেশ লেগেছিল। নিজের মতো করে আদিকে পর্দায় তুলে ধরার চেষ্টা করছি। আগেও এ ধরনের ইতিবাচক চরিত্র আমি করেছি কিন্তু একটু খেয়াল করে দেখবেন আদির হাবভাব, কথা বলার ধরন সবকিছুই আমার করা অন্য চরিত্রগুলির থেকে আলাদা।”

টলিউডে এক দশক কাটিয়ে ফেলা ঋজু বিশ্বাস চরিত্র পছন্দ করার বিষয়ে আগাগোড়াই খুঁতখুঁতে। এই বিষয়ে অভিনেতার বক্তব্য হলো, “বউ কথা কও এর পর আমার কাছে অনেক কাজের প্রস্তাব এসেছিল। কিন্তু ছয় মাস থেকে আট মাস আমি কোনো কাজ করিনি। তারপর ‘তোমায় আমায় মিলে’ করেছিলাম। দুটো চরিত্র একেবারে অন্যরকম, একজন যতটা শহুরে ছিল, অন্যজন ছিল ততটাই সাদামাটা।”

আরও পড়ুন: বাড়ি তো নয় রাজবাড়ি! কুঁড়ে ঘর থেকে আজ লক্ষ লক্ষ টাকার বাড়ি ভুবন বাদ্যকরের! অন্দরসজ্জার অভিনবত্ব দেখলে মাথা ঘুরে যাবে!

গোধূলি আলাপ ধারাবাহিকের দৌলতে অভিনেতা ভক্ত-অনুরাগীর সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে, এই প্রসঙ্গে অভিনেতাকে জিজ্ঞেস করা হলে তিনি হেসে বলেন, “পর্দায় আমি যাকে ভালবাসি তাকে কখনোই পা‌ই না। এটাই আগাগোড়া হয়ে এসেছে। কিন্তু কাকিমা বৌদিরা আমাকে খুব ভালোবাসেন। কে জানে তারা হয়তো আমাকে তাদের ছেলের মত দেখেন বা আমার মতোই কাউকে বাড়ির জামাই হিসেবে দেখতে চাই।”

কিন্তু বউ কথা কও, তোমায় আমায় মিলে, মিলন তিথির মত ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করে এখন পার্শ্বচরিত্রে অভিনয়, কোথাও মনে হয় না নায়ক-নায়িকার থেকে কম গুরুত্ব পাচ্ছেন, অভিনেতা বলেন,“অরিন্দম নোলকের উপর ফোকাস বেশি থাকতে পারে। কিন্তু আদি যখন পর্দায় আসে ওকেও গুরুত্ব দেওয়া হয়। কয়েকটা দিন গেলেই গল্প অন্য মোড় নেবে। তখন সেটা আরো বেশি ভালোভাবে বোঝা যাবে।” দীর্ঘদিন টেলিভিশনে কাজ করা এই অভিনেতা মনে করেন বর্তমান সময়ে নায়ক-নায়িকার পাশাপাশি অন্যান্য চরিত্র গুলো ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেই কারণে পার্শ্বচরিত্র করেও টাইপকাস্ট হওয়ার ভয় তার মনে কাজ করে না।

Related Articles

Back to top button