রইল জি বাংলার নতুন ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ এর নায়কের আসল পরিচয়, জেনে নিন অভিনেতার আসল পরিচয়

সম্প্রতি জনপ্রিয় বাংলা ধারাবাহিকের চ্যানেল গুলোতে শুরু হয়েছে এক ঝাঁক নতুন ধারাবাহিক। স্টার জলসায় ইতিমধ্যে বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে। সম্প্রতি জি বাংলাতেও শুরু হচ্ছে আরেকটি নতুন ধারাবাহিক। ইতিমধ্যে ধারাবাহিকের প্রথম প্রোমো ভিডিও দর্শকেরা দেখে নিয়েছেন। তবে ধারাবাহিকের দিনক্ষণ, সময় এখনো কিছু জানা যায়নি। আসন্ন নতুন ধারাবাহিকের নাম ‘জগদ্ধাত্রী’। এই ধারাবাহিকের নায়িকার দুটি দিক রয়েছে। একদিকে সে বাড়ির সমস্ত কাজ একার হাতে সামলায় একেবারে ঘরের লক্ষীমন্ত শান্তশিষ্ট মেয়ে, আবার অন্যদিকে বাইরে তার অন্যরূপ। ক্রাইম ব্রাঞ্চ অফিসার সে। নায়িকা চরিত্র দেখা মিলছে নবাগতা অভিনেত্রী অঙ্কিতা মল্লিক কে। অঙ্কিতার বিপরীতে দেখা যাবে অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায় কে। এখানে সৌম্যদীপও একজন ক্রাইম ব্রাঞ্চ অফিসার হিসেবেই অভিনয় করবেন।
ধারাবাহিকের নায়ক সৌম্যদীপ মুখোপাধ্যায় অনেকের কাছেই পরিচিত। আবার অনেকের কাছেই অচেনা। আজ আপনাকে জানাবো অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায়ের আসল পরিচয়। অনেকেই সৌম্যদীপকে চিনে থাকবেন। কারণ এর আগে জনপ্রিয় চ্যানেল কালার্স বাংলার ধারাবাহিক ‘তিন শক্তির আধার ত্রিশূল’ ধারাবাহিকে অভিনয় করেছেন সৌম্যদীপ। এছাড়াও একাধিক বিজ্ঞাপনে তাকে দেখা গিয়েছিল।
প্রসঙ্গত জগদ্ধাত্রীর বাড়ির কেউ জানেনা জগদ্ধাত্রী একজন ক্রাইম ব্রাঞ্চ অফিসার। সকলের আড়ালেই এই কাজ করে সে। বাড়ির জগদ্ধাত্রী পূজাতে সে ঘরের বাকি মেয়েদের মতোই পুজোতে সকলকে সাহায্য করছে। কিন্তু তার মাঝে এই ঘটে যায় বিপদ। গঙ্গার ঘাটে কিছু দুষ্কৃতীরা মিলে গুলি চালায় এবং সেখানে আটক করে রাখে এক বাচ্চা এবং তার মাকে। সেখানে উপস্থিত হয় জগদ্ধাত্রী নিজের অফিসারের পোশাকে। সেখান থেকে উদ্ধার করে সেই বাচ্চা এবং মাকে। তারপরে আবার বাড়িতে খোঁজ পড়ে জগদ্ধাত্রীর। সেখানে আবার নিজের আগের রূপে ফিরে যায় সে। দর্শকেরা ধারাবাহিকের প্রথম প্রমো ভিডিও দেখেই উৎসাহিত হয়ে পড়েছে ধারাবাহিক দেখার জন্য।
View this post on Instagram
প্রথম প্রমো দেখে দর্শকের মন জয় করে নিতে পেরেছে জগদ্ধাত্রী। এবার দর্শকরা আশা করছেন এই ধারাবাহিক আগামী দিনে খুব ভালো হতে চলেছে। একেবারেই নতুন ধরনের একটি ধারাবাহিক নিয়ে আসতে চলেছে চ্যানেল। বর্তমানে সব ধারাবাহিকগুলি নারীকেন্দ্রিক হয়ে উঠেছে। নারী শক্তিকে সকলের সামনে তুলে ধরাই ধারাবাহিক গুলির মূল লক্ষ্য। তাই এই ধারাবাহিক ও দেখা যাবে এক নারী ঘর এবং বাইরে কিভাবে দুই দিক একার হাতে সামলাতে পারে। বাড়ির সাধারণ মেয়ে হওয়া সত্ত্বেও একজন ক্রাইম ব্রাঞ্চ অফিসার হওয়া যায় সেই কথায় প্রমাণ করবে জগদ্ধাত্রী।