সিরিয়াল

‘পটল পেকে গেছে’ – ছোট পোশাক পড়ে শরীর দেখাচ্ছেন পটল কুমার! সোশ্যাল মিডিয়ায় অশ্লীল মন্তব্যের শিকার হিয়া

হিয়া দে, বর্তমানে বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় মুখ। অনেক ছোট বয়সেই শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে পা রাখেন অভিনেত্রী। ছোট বয়সে প্রায় ২০১৫ সাল নাগাদ ডিসেম্বর মাসের মাঝেই শুরু হয়েছিল স্টার জলসার তৎকালীন জনপ্রিয় ধারাবাহিক পটল কুমার গানওয়ালা। এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনে নিজের অভিনয়ের ক্যারিয়ার শুরু করেন তিনি। এই ধারাবাহিকের মুখ্য চরিত্র পটলের ভূমিকায় আমরা দেখতে পেয়েছি এই ক্ষুদে অভিনেত্রীকে।

প্রথমবার অভিনয় করেই দর্শকের মন জয় করে নিয়েছিলেন তিনি। যদিও এরপরে আমরা ‘আলো-ছায়া’, ‘ফেলনা’ প্রভৃতি ধারাবাহিকে দেখতে পেয়েছি হিয়াকে। একই সাথে আবার বড় পর্দাতেও ইতিমধ্যেই পা রেখে দিয়েছেন হিয়া। পরিচালক অংশুমান প্রত্যুষের ‘নির্ভয়া’ সিনেমায় মুখ্য চরিত্রে কাজ করেছেন তিনি। ধর্ষিতা ও অন্তঃসত্ত্বা কিশোরী পিয়ালীর ভূমিকায় ছিলেন তিনি। তাঁর অভিনয় এই চরিত্রে বেশ প্রশংসিত হয়েছে।

তবে পর্দায় যেমন জনপ্রিয়তা রয়েছে হিয়ার তাঁর থেকেও বেশি জনপ্রিয়তা রয়েছে সোশ্যাল মিডিয়াতে। তাঁর ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা এক লাখেরও বেশি। অভিনেত্রীও নিজের মতো করে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় নিজের বিভিন্ন ছবি এবং ভিডিও পোস্ট করেন। আর প্রত্যেকটি পোস্টেই তাঁকে দেখা যায় নিত্যনতুন স্টাইলিশ লোকের। যদিও বিভিন্ন ছবি পোস্ট করলে তিনি প্রশংসা যেমন পান তেমনি পান বহু সমালোচনা, কটাক্ষ এমনকি নোংরা মন্তব্য।

সম্প্রতি যেমন সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী একটি রিল ভিডিও পোস্ট করেছেন। আর এই ভিডিওতেই অভিনেত্রীকে দেখতে পাওয়া গেল খোলা চুলে ইভিল আই আঁকা সাদা টি-শার্ট ও চোখে সানগ্লাস পরে। জনপ্রিয় একটি গানের সাথে নাচে মেতে রয়েছেন অভিনেত্রী। এই একই পোশাকে তিনি আরো কয়েকটি পোজে ছবি পোস্ট করেছেন। কিন্তু অভিনেত্রীর এই বোল্ড লুকে বিদ্রুপ করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘পটল পেকে গেছে’। আরেকজন আবার তাঁর পোশাক নিয়ে বলেন, ‘প্যান্টটা ছোট হয়ে গেছে’, আবার আরেকজন লেখেন, ‘বেশি উড়ছো’।

 

View this post on Instagram

 

A post shared by Hiya Dey (@hiia_dey_official)

Related Articles

Back to top button