সিরিয়াল

নীল ভট্টাচার্য ৭০ জন দু্ঃস্থ শিশুর সাথে পালন করবেন জন্মদিন! স্বামীর জন্মদিনে লক্ষ লক্ষ টাকার আইফোন ১৩ উপহার দিলেন তৃণা

কিছুদিন আগেও সদ্য শেষ হওয়া ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ ও বর্তমানের‘ উমা ’এই দুই ধারাবাহিকের নায়ক হিসেবে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন নীল ভট্টাচার্য। কিছুদিন আগেই জমিয়ে জামাইষষ্ঠী উদযাপন হয়েছে নীল ভট্টাচার্যের। জমিয়ে ভুরিভোজ হয়েছে তার, তবে শুধু তার একার বললে ভুল হবে। কারণ এইদিন জামাইষষ্ঠীর পাশাপাশি শাশুড়ি মায়ের কাছ থেকে বৌমা ষষ্ঠীও আদায় করে নিয়েছেন নীল ঘরনী তৃণা সাহা। সম্প্রতি আবার‌ও তাদের জীবনের নতুন সেলিব্রেশন চলে এলো। অভিনেতা নীল ভট্টাচার্যের জন্মদিন ছিল তাই মঙ্গলবার রাত থেকেই সেই জন্মদিন উদযাপন শুরু হয়ে যায়।

আরও পড়ুন: আসল বাঙালি হওয়ার পরিচয় দিলেন অরিজিৎ সিং! ন্যাশনাল টিভি চ্যানেলে একের পর এক লতা মঙ্গেশকরের বাংলা গান গাইলেন অরিজিৎ, মুগ্ধ হয়ে গিয়েছেন শ্রোতারা

স্বামীর জন্মদিনে এই দিন ঘনিষ্ঠ বন্ধু ও পরিবার-পরিজনদের কে নিয়ে একটি ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন খড়কুটো খ্যাত অভিনেত্রী তৃণা সাহা। স্বামীর জন্মদিনে কি উপহার দিলেন তৃণা? মুচকি হেসে তৃণার উত্তর,“ আসলে জন্মদিনের আগেই ওকে উপহার দিয়ে ফেলেছি। নীলের আইফোন ১৩ খুব পছন্দ। সেই ফোনটাই দিলাম ওকে।”

জন্মদিন মানে শুধু একটি বছর বয়স বেড়ে যাওয়া নয়, একটি বছরের অভিজ্ঞতার সঞ্চয়। জন্মদিন মানে একটি বিশেষ দিন আর এই বিশেষ দিনটি তখনই আরো সুন্দর হয়ে ওঠে যখন জীবনের সেই বিশেষ মুহূর্তগুলো আমরা আরো অনেকের সাথে ভাগ করে নিই যারা জীবনের অনেক সুখের থেকে বঞ্চিত। এই কারণে তারকাদের মধ্যে প্রায়ই দেখা যায় যে তারা তাদের জন্মদিন সেলিব্রেট করেন পথশিশু বা অনাথ শিশুদের সাথে। নীল‌ও সেইরকমই পরিকল্পনা করেছেন। বর্তমানে কর্তা-গিন্নি দুজনেই দুটি ধারাবাহিকের কাজে ব্যস্ত থাকলেও বুধবার স্বামীর জন্মদিন অন্যরকম ভাবে পালন করবেন বলে ঠিক করেছিলেন তারা।

আরও পড়ুন: দক্ষিণ ভারতের প্রশ্ন ছবির সাফল্যের পিছনে রয়েছে বাঙালি ছেলে সাগরের অবদান! মালদার সাগর এবার পাড়ি দেবে হলিউডে!

এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুলবার জন্য এই দিন একটি বিশেষ পদক্ষেপ নেন অভিনেতা নীল। স্ত্রী তৃণার সাথে তিনি ভবানীপুরের ৭০ জন দুঃস্থ শিশুর সঙ্গে নিজের এইবারের জন্মদিন উদযাপন করবেন‌ বলে ঠিক করেছেন। তা বলে বন্ধুদের সাথে পার্টি ও বাদ যাবে না! বাড়ি ফিরে বন্ধুদের সাথে আড্ডা টা থাকবেই।

জন্মদিন বলে নীলের মা তার ছেলের প্রিয় সমস্ত রান্নাও করে ফেলেছেন মটন, সুক্তো, মাছ, পাঁচরকম ভাজা, আমের চাটনি, পায়েস সমস্ত কিছুই রয়েছে সেই তালিকায়। এই সবের মাঝে আবার শোনা যাচ্ছে দুজনের ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তাই শুটিং এর মাঝে ফাঁক পেলেই বেরিয়ে পড়বেন দুজনে কাছেপিঠে কোথাও। প্রসঙ্গত উল্লেখ্য বর্তমানে খড়কুটো ধারাবাহিকের পাশাপাশি একটি ওয়েব সিরিজের কাজ করতে ব্যস্ত আছেন তৃণা। এটি শেষ হওয়ার পর অরিন্দম শীল পরিচালিত একটি ছবির কাজ করবেন তিনি।

Related Articles

Back to top button