সিরিয়াল

এত বড়ো সেলিব্রিটি হয়েও আজও ‘আলুর চপ, বেগুনি’ খান দীপঙ্কর দে! ৭৮ বছর বয়সে এসেও কিভাবে ফিট রয়েছেন অভিনেতা দীপঙ্কর দে, দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসে জানালেন সেই রহস্যের কথা

বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় একটি রিয়েলিটি শো হল জি বাংলার দিদি নাম্বার ওয়ান। বর্তমানে দিদি নাম্বার ওয়ান সবথেকে জনপ্রিয় রিয়ালিটি শো। প্রতিটি দর্শকের পছন্দের এন্টারটেইনমেন্ট শো এটি। সাধারণ জনগণ থেকে শুরু করে সেলিব্রিটি তারকারাও এসে উপস্থিত হন এখানে।

অনেক সময় জুটি বেঁধে উপস্থিত হতে দেখা যায় প্রত্যেক কে। কখনও কেউ নিজের বোনের সঙ্গে, কখনো বা নিজের দাদা ভাইয়ের সঙ্গে আবার কখনো নিজের স্বামী বা প্রেমিকের সঙ্গে উপস্থিত হন এই মঞ্চে। এই মঞ্চ থেকে উঠে আসে প্রতিদিন সাধারণ মানুষের জীবনের বিভিন্ন গল্প। এছাড়াও তারকাদের বাস্তব জীবনের বেশ কিছু গল্প উঠে আসে এই মঞ্চ থেকে। যা জানতে দর্শক বেজার উদগ্রীব হয়ে থাকেন।

সম্প্রতি দিদি নাম্বার ওয়ান এর একটি প্রমো ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা গিয়েছে বাংলা টেলিভিশন জগতের বহু জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা নিজেদের জীবন সঙ্গী সঙ্গে উপস্থিত হয়েছে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে। ঐদিন দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে উপস্থিত রয়েছেন অর্জুন চক্রবর্তী এবং তার স্ত্রী নীলাঞ্জনা চক্রবর্তী, অভিনেত্রী চৈতালি দাশগুপ্ত এবং তার স্বামী রাজা দাশগুপ্ত, অভিনেত্রী মধুমন্তি মৈত্র এবং তার স্বামী অশোক বিশ্বনাথন, সেই সঙ্গে এসেছেন অভিনেতা দীপঙ্কর দে এবং তার স্ত্রী অভিনেত্রী দোলন রায়।

এদের মধ্যে থেকে ইন্ডাস্ট্রির সবথেকে পুরনো মানুষ হলেন দীপঙ্কর দে। বর্তমানে তার বয়স ৭৮ এবং এই বয়সে এসেও তিনি দুর্দান্ত ফিট এবং ফাইন। এত বছর হয়ে গেল তিনি এখনো কি করে নিজেকে সুস্থ স্বাভাবিক রেখেছেন সেটা জানতেই প্রশ্ন করেন রচনা ব্যানার্জি। তখনই তিনি উত্তর দেন আলুভাজা, বিভিন্ন তেলে ভাজা খেয়েই সুস্থ রয়েছেন তিনি।

Related Articles

Back to top button