ইস্মার্ট জোড়ির বাম্পার ফিনালেতে দেব আর জিৎয়ের অসাধারণ খেলা! খেলায় মাতলেন জনপ্রিয় দুই অভিনেতা জিৎ ও দেব

স্টার জলসা জনপ্রিয় রিয়েলিটি শো Ismart jodi র মঞ্চে চলছে বাম্পার ফিনালে। এই রিয়েলিটি শোটি দর্শকের পছন্দের হয়ে উঠেছিল অল্প কয়েকদিনের মধ্যেই। এখানে অভিনেতা-অভিনেত্রী গায়ক গায়িকা সকলেই যুগলে আসেন। এবং পার্টিসিপেট করেন বেশকিছু মজাদার খেলায়। এবার সামনে আসলো সেই খেলার কিছু ঝলক।
প্রকাশ্যে আসা ভিডিওটিতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা দেব এবং বর্তমান রিয়েলিটি শো এর হোস্ট খেলায় মেতেছেন। খেলাটি হল একজনের কানেও একটি গান বাজবে এবং সে সেটি অভিনয় করে উল্টো দিকের মানুষকে দেখাবেন । উল্টো দিকের মানুষের কাজ সে কি অভিনয় করছে সেটা বুঝে গানের নামটি বলা। বেশ মজাদার এই খেলাটি খেলেছিলেন দেব ও জিৎ দুজনেই।
এই খেলাটিতে দেবের কানে বাজানো হয়েছিল জিৎ ও দেব অভিনীত সিনেমার একটি গান “আমার দিলের বিলে”। যা জিৎ সঠিক অনুমান করতে পেরেছিলেন। আর জিতের কানে দেওয়া হয়েছিল “ও বন্ধু তুমি শুনতে কি পাও”।
সম্প্রতি প্রকাশিত হওয়া ভিডিওটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। দুই অভিনেতার মজাদার এই ভিডিও দেখে আপ্লুত দর্শক। তবে বাম্পার ফিনালে সম্পূর্ণ টেলিকাস্ট হতে এখনো দেরী আছে। ৩১ শে জুলাই রাত আটটায় সম্প্রচারিত হবে সম্পূর্ণ বাম্পার ফিনালে।
View this post on Instagram