সিরিয়াল

‘৭ মাস গাইডের কাজ না করে কিভাবে সরকারি সেরা টুরিস্ট গাইডের পুরস্কার পেতে পারে পিহু’! ধারাবাহিকে গল্পের গরু গাছে ওঠে, মন ফাগুনের মতো ধারাবাহিক গুলি আবার তা প্রমাণ করে ফেলেছে, দর্শকেরা হেসে কূল পাচ্ছেন না

বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিক গুলি টিআরপি লিস্টে দশের মধ্যে জায়গা করে নেয়। তবে বর্তমানের টিআরপির হাড্ডাহাড্ডি লড়াইতে জায়গা পেতে ধারাবাহিকে ঘটানো হচ্ছে অদ্ভুত সব ঘটনা। কখনো গল্পের গরু গাছে উঠছে আবার কখনো গল্পের শুরু ও শেষের কোন মাথামুণ্ডু থাকছে না। এমনই ঘটনা ঘটছে মিঠাই এবং মন ফাগুন ধারাবাহিকে।

বর্তমানে মন ফাগুনে যেসব গল্প দেখানো হচ্ছে যা দর্শকদের একেবারেই পছন্দ হচ্ছে না। এক রোমান্টিক ধারাবাহিক হিসেবে মন ফাগুন শুরু হয়। এদিকে পিহু ও ঋষির মধ্যে এক সুন্দর সম্পর্ক গড়ে ওঠার আগেই নির্মাতারা এমন সব ঘটনা ঘটাচ্ছেন যার ফলে ধারাবাহিকটি একটি থ্রিলারে পরিণত হচ্ছে। এরই সাথে অভিনেতা অভিনেত্রীদের ওভার অ্যাকটিং পছন্দ করছেন না দর্শক আসন।

সোশ্যাল মিডিয়ায় নতুন এপিসোডের যে পার্টটুকু দেওয়া হয়েছে তাতে দর্শকেরা মনে করছেন এমন অবনতি হতে থাকলে মন ফাগুন হারবে। দর্শকদের কাছে সব থেকে অদ্ভুত লেগেছে যে, ধারাবাহিকের শুরুতে পিহু কে টুরিস্ট গাইড হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু পিহু ও ঋষির বিয়ের পর বিগত কয়েক মাস ধরে পিহু কে আর কাজ করতে দেখা যায়নি। হঠাৎই দেখানো হচ্ছে যে পিহু ব্লেজার, শার্ট এবং প্যান্ট পড়ে ঠাম্মাকে প্রণাম করছে আর ঠিক তার পরেই দেয়ালে বাঁধানো ঋষির ছবির সামনে এসে বলছে যে তাকে টুরিস্ট বিভাগ থেকে সেরা টুরিস্ট গাইড হিসেবে পুরস্কার দিয়ে সম্মানিত করা হচ্ছে। এমন সব প্লট এলোমেলো করা ঘটনা দর্শকদের অবাক করছে।

মিঠাই ধারাবাহিকের সঙ্গে মন ফাগুনের ঘটনার বেশ কিছু মিলও দেখা যাচ্ছে। মিঠাই ধারাবাহিকে রিকি দ্য রকস্টার হিসেবে সিদ্ধার্থের পুনরাগমন ঘটে। মন ফাগুন ধারাবাহিকেও এমন একটি দৃশ্য দেখানোর ফলে দর্শকেরা এর খিল্লি উড়িয়ে বলেছেন ঋষির প্রত্যাবর্তন ঘটল হিরো দ্য ড্রাইভার হিসেবে। দীর্ঘদিনের দর্শক হিসেবে সবাই জানেন এর পরেই স্বাভাবিকভাবেই দেখানো হবে ঋষি ও পিহুর দেখা হচ্ছে। আবার হয় ঋষির কিছু মনে নেই যা তাকে মনে করানো হবে বা ঋষি শুধু পুরোটাই অভিনয় করে যাচ্ছে। মিঠাইয়ের জন ভট্টাচার্যকে শাস্তি দেওয়া হয়েছিল আর এখানে শ্যাম ভট্টাচার্য কে শাস্তি দেওয়া হবে, রোহনকে শাস্তি দেওয়া হবে। ঘুরিয়ে পেঁচিয়ে দুই ধারাবাহিকের গল্পের প্লট প্রায় একই।

Related Articles

Back to top button