ভিকির সামনে এলো ইন্দিরার আসল সত্যি, প্রকাশিত হলো স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও

বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো ‘বাংলা মিডিয়াম’। ধারাবাহিকে অভিনেত্রী তিয়াসা লেপচা এবং অভিনেতা নীল ভট্টাচার্যকে আবারও একসঙ্গে জুটি বাঁধতে দেখা গিয়েছে। এর আগেও দুজনকে একসঙ্গে জি বাংলার কৃষ্ণকলি ধারাবাহিকে একসঙ্গে দেখা গিয়েছিল। সেই ধারাবাহিক দীর্ঘ চার বছর ধরে চলেছিল টেলিভিশনের পর্দায়।
দারুন সুপার হিট ছিল তিয়াসা এবং নীলের জুটি। তাই পর্দায় আবারও একবারও দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে নীল তিয়াসার জুটিকে ফিরিয়ে আনা হয়েছে। ধারাবাহিকের শুরুতে দেখানো হয়েছিল কি করে বাংলা মিডিয়ামে পড়া একজন মেয়ে ইংলিশ মিডিয়ামে ছাত্র-ছাত্রীদের সঠিক শিক্ষা দিয়ে মানুষের মত মানুষ করে তোলে, ধারাবাহিকের মূল উদ্দেশ্য এটাই ছিল।
সম্প্রতি ধারাবাহিকের একটি নতুন প্রমো ভিডিও সামনে এসেছে। যা দেখে দর্শক তো বেজায় খুশি। প্রমো ভিডিওতে দেখা যাচ্ছে ভিকির কাছে এতদিনে আসল সত্যি টা লুকোনো ছিল। ইন্দিরা হল সেই মেয়ে ভিকির জন্য যে কয়েকবছর আগেও লগ্নভ্রষ্ট হয়েছিল। আর এই সত্যিটা জানার পর ভিকি ইন্দিরা কে সব সত্যিটা জানিয়ে দেওয়ার কথা ভাবে। কিন্তু অন্যদিকে ইন্দিরা আগেই সব সত্যি জেনে যায় এবং আসল অপরাধী কে শাস্তি দেওয়ার কথা ভাবে।
তখন ভিকি এসে ইন্দিরা কে বলে সেই আসল অপরাধী ইন্দিরা যেনো তাকে শাস্তি দেয়। এই প্রমো ভিডিও সামনে আসার পরই ৭ হাজার মানুষ ভিডিওটি পছন্দ করেছেন এবং সকলেই প্রমো ভিডিওর প্রশংসা করেছেন।
ধারাবাহিকে ইন্দিরা এবং ভিকির বিয়ের পর থেকেই দুজনের মধ্যে বোঝাপড়া তৈরি হচ্ছে ধীরে ধীরে যেখানে ইন্দিরা কে ভিকি একবারে পছন্দ করত না সেখানে ভিকি ইন্দিরার বিপদে তার পাশে এসে দাঁড়ায়।