এবার মিঠাই রানী কে টক্কর দেওয়ার জন্য বাজারে এসেছে ইন্দ্রানী, রাত আটটায় অনেকেই মিঠাই ছেড়ে এই সিরিয়ালটি দেখছেন

বাংলা ধারাবাহিকগুলি সিরিয়াল প্রেমীদের মনে বেশ জায়গা করে নিয়েছে। প্রতি সপ্তাহেই বাংলা চ্যানেল গুলির মধ্যে চলে টিআরপির লড়াই। বৃহস্পতিবার হলেই প্রকাশিত হয় টিআরপির লিস্ট। আর এই তালিকায় যে ধারাবাহিক প্রথম স্থান অধিকার করে সেই ধারাবাহিকটি সবথেকে জনপ্রিয় বলে ধরা হয়।
২০২১ সালের ৪ জানুয়ারি শুরু হয় মিঠাই সিরিয়ালটি। একান্নবর্তী পরিবারের সুখ দুঃখের কাহিনী নিয়ে তৈরি হয় এই ধারাবাহিকটি। প্রথম থেকেই এই সিরিয়ালটি বাঙালী সিরিয়াল প্রেমীদের মনে স্থান করে নিয়েছে। শুরুর প্রথম সপ্তাহ থেকেই এই সিরিয়ালটি টিআরপির লিস্টে প্রথম স্থান অধিকার করে আসছে। মাঝে টিআরপির রেটিং কিছুটা খারাপ হলেও আবার নিজের জায়গা ফিরে পেয়েছে মিঠাই রানী।
এখন প্রতিটি চ্যানেলই জি বাংলার এই মিঠাই সিরিয়ালকে টপকে টিআরপির তালিকায় প্রথম স্থান অধিকার করতে চাইছে। সম্প্রতি জানা গেছে জি বাংলার মিঠাই কে হারানোর জন্য স্টার জলসা তার ধূলোকণা পরিবারকে পুরীতে পাঠিয়েছে শুটিং করার জন্য। এবার মিঠাই সিরিয়াল কে টক্কর দেয়ার জন্য এসে গেছে ডাক্তার দিদি ইন্দ্রানী।
শ্বশুরবাড়ির সমস্ত কাজকর্ম সেরে, শশুর শাশুড়ির দেখভাল করে অফিসে যায় ইন্দ্রানী। পেশাগতভাবে ইন্দ্রানী একজন ডাক্তার। ইন্দ্রাণী সঙ্গে প্রেম হবে তার থেকে বয়সে ছোট একটি ডাক্তারের। তবে এমন গল্প কিন্তু আগে সিরিয়াল প্রেমীরা দেখেনি। তাই এই সিরিয়ালের প্রমো প্রকাশিত হতেই বাঙালি দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল এই সিরিয়ালটির কাহিনী জানার জন্য। ইন্দ্রানীর চরিত্রে পাঠ করছেন অঙ্কিতা চক্রবর্তী। মিঠাইয়ের থেকে অঙ্কিতা কিন্তু অনেক অংশে অভিজ্ঞ শিল্পী। মিঠাই সিরিয়ালে যেখানে একান্নবর্তী পরিবারের সাদামাটা গল্প বলা হয়, কিন্তু ডাক্তার দিদি ইন্দ্রানী সিরিয়ালটির বিষয়বস্তু অন্য ধরনের। তাই এই সিরিয়ালের কাছে মিঠাই সিরিয়ালটি না হেরে যায় তো ভালো।