সিরিয়াল

টিআরপি তলানিতে, ২৮ অগস্ট ধারাবাহিক ‘মিঠাই’-এর শেষ সম্প্রচার? নায়িকা গুলি খেতেই আগামী মাসে শেষ সিরিয়াল

সম্প্রতি মিঠাই ধারাবাহিকের কিছু দৃশ্য সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে ধারাবাহিকের খল চরিত্র ওমি আগারওয়াল জেল থেকে ছাড়া পেয়েছে। তার এখন একটাই উদ্দেশ্য, মোদক পরিবারের সর্বনাশ। এই প্রতিশোধ স্পৃহা থেকেই সে গুলি চালায় সিদ্ধার্থের উপর। কিন্তু হঠাৎই মিঠাইয়ের চোখে পড়ে যায় ওমি। আর সেই গুলির সামনে চলে আসে মিঠাই নিজে তার উচ্ছেবাবুকে বাঁচাতে। এই ঝলক বের হতেই তুমুল চর্চা চলতে থাকে এই বিষয় নিয়ে। এবার কি তবে শেষ হবে ৫৪ বার “বাংলা সেরা” তকমা পাওয়া জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। আবার এর সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হচ্ছে ২৮ শে আগস্ট।

তবে এই বিষয়ে ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস জানিয়েছেন, ‘‘গুঞ্জন বলে দিচ্ছে, প্রচার ঝলক দেখে দর্শক দিশেহারা। ‘মিঠাই’-এর অনুরাগী সংখ্যা ক্রমশ বাড়ছে। তাঁরা সারাক্ষণই চোখে হারাচ্ছেন ধারাবাহিকটিকে। ভয় পাচ্ছেন, এ বারই বোধহয় শেষ হতে চলল। এঁদেরই ধারণা, নায়িকা গুলি খেয়েছে মানেই তার মৃত্যু, ধারাবাহিকও শেষ। আসলে তা নয়।’’ অর্থাৎ মিঠাই কি নতুন জীবন ফিরে পাবে নাকি তার মৃত্যু দেখানো হবে এ এখন ইন্টারেস্টিং আপকামিং প্লট।

প্রসঙ্গত মিঠাই এখন টি আর পি লিস্টে সেরার সেরা হতে পারছে না। এ বিষয়ে পরিচালক বলেন দর্শকদের এমন ধারণাই হয়ে গেছে যে মিঠাইকেই সেরা হতে হবে। এমনটা কিন্তু নয়। তিনি মনে করেন, অন্যান্য ধারাবাহিক যত ভাল কাজ করবে ততই তারা টিআরপি লিস্টে এগিয়ে আসবে এটাই স্বাভাবিক। তবে দর্শকদের মিঠাই ধারাবাহিকের প্রতি এই প্রত্যাশা, এই ভালোবাসাই মিঠাই টিমের শক্তি।

এছাড়াও বিভিন্ন অভিনেতা অভিনেত্রী মিঠাইয়ের পাশাপাশি অন্যান্য ধারাবাহিকে অভিনয় করছে এটাও মিঠাইয়ের পিছিয়ে যাওয়ার কারণ কি না জানতে যাওয়ায় পরিচালক বলেন, ‘‘নায়ক, নায়িকা আর হাতেগোনা কয়েক জন গুরুত্বপূর্ণ অভিনেতা ছাড়া বাকিরা একাধিক ধারাবাহিকে অভিনয় করেই থাকেন। বাকি ধারাবাহিকেও সেটাই দেখা যায়। আমাদের ক্ষেত্রেও সেটাই ঘটছে। কোনও অস্বাভাবিক কিছুই ঘটছে না।’’ এছাড়াও তিনি বলেন, পিলু এবং মিঠাই দুটি ধারাবাহিকই তার নিজেরই পরিচালিত বলেই হয়তো দর্শকদের এমন ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে।

Related Articles

Back to top button