সিরিয়াল

টেনশনে সিঁদুরদানের সময়েও নাকি তাঁর হাত কাঁপছিল! ইসমার্ট জোড়িতে নিজের হাত কাঁপার কারণ খোলসা করলেন জিতু

প্রাত্যহিক জীবনের ব্যস্ত শিডিউলের সাথে সাথে চলতে চলতে মাঝে মাঝেই আমরা বেশ হাঁফিয়ে উঠি। তখন একটু কাজের অবসর লাগে আমাদের কিন্তু চাইলেও তো আর কাজ ছেড়ে ঘুরতে যাওয়া যায়না। তাই এই যুগে দাঁড়িয়ে আমাদের মন হালকা ও একটি রিলাক্স এর জায়গা হয়ে উঠেছে টিভির পর্দায় বিভিন্ন ধারাবাহিক গুলি তার সাথে সাথে নতুনত্বের ছোঁয়া জড়ানো নানা রিয়েলিটি শো গুলি। সারা সপ্তাহ ব্যাপী চলতে থাকা এগুলি আমাদের সারাদিনের ক্লান্তি দূর করে একটু হলেও ভালো থাকার মুখে হাসি ফোটানোর রসদ জোগাতে পারে।

আরও পড়ুন: সকলের প্রিয় ‘গদাই ঠাকুর’ ওরফে সৌরভ সাহা এবার ইসমার্ট জোড়ি -র মঞ্চে, দ্বিতীয়বার বিয়ে করে চমক দিলেন ভক্তদের!

বিভিন্ন চ্যানেল গুলোতে সময়ে সময়ে নানান ধরনের রিয়েলিটি শো সম্প্রচার হতে দেখা যায়। তার মধ্যে কিছু শো আবার দীর্ঘদিন যাবৎ চলেই আসছে মানুষের কাছে জনপ্রিয়তার জন্য বন্ধ হয়নি। আবার অনেক শো বন্ধ হয়ে গিয়েছে। তার মধ্যে কিছু জনপ্রিয় শো এর নাম হলো, মীরাক্কেল, হাউ মাউ খাউ, ব্যাটা বেটির ব্যাটেল, অপুর সংসার এই শো গুলি একসময় জনপ্রিয়তা লাভ করলেও বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে।

তবে বিনোদনমূলক রিয়েলিটি শো এর মধ্যে স্টার জলসা ও জি বাংলা তে কয়েকটি শো অত্যন্ত পছন্দের ও টিআরপি কেড়ে নিয়েছে। জি বাংলার , দাদাগিরি, দিদি নং ওয়ান ,এইগুলি জনপ্রিয়তার সাথে চলছে বছরের পর বছর। বর্তমানে স্টার জলসার পর্দায় একেবারে ভিন্ন স্বাদের একটি রিয়েলিটি শো এর নতুন অন্তর্ভুক্তিকরণ ঘটেছে সেটি হলো,ইসমার্ট জোড়ি। সঞ্চালনার দায়িত্বে রয়েছেন টলিউডের সুপারস্টার জিৎ, বিবাহিত সেলিব্রিটি দম্পতি দের ভালোবাসার গল্প শোনানো হবে।

এই শো এর তথা টেলি জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ হলো অভিনেতা জিতু কমল ও তাঁর স্ত্রী অভিনেত্রী নবনীতা। শো তে হাজির হয়ে তাঁদের বিয়ের এক গোপন কথা শেয়ার করেছেন ওই জুটি যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল প্রোমো ভিডিওটি তে জিতু ও নবনীতা বিয়ের পরস্পর পরস্পরের প্রতি দায়িত্বের কথা প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন এইসব কথা। নবনীতা যেহেতু মা বাবার একমাত্র কন্যা তাই বিয়ের আগে খুব চাপের মধ্যে ছিলেন জিতু বিয়ের পর নবনীতা কে ভালো রাখার দায়িত্ব ঠিক পালন করতে পারবে কিনা সেই নিয়ে।

আরও পড়ুন: এ বার অন্তত মানুষটাকে তাঁর প্রাপ্য সম্মান দেওয়া হোক! বাবা সুখেন দাস সম্পর্কে আক্ষেপ প্রকাশ করে বললেন মেয়ে পিয়া সেনগুপ্ত

দায়িত্বের কথা চিন্তা করে জিতু এতটাই ভয় পেয়ে গিয়েছিলেন যে বিয়ের আগের দিন রাতে নবনীতা কে একটি বড়ো মেসেজের মাধ্যমে জানতে চেয়েছিলেন, তিনি কি ঠিক করছেন জিতুকে বিয়ে করে ! সেই প্রসঙ্গে জিতু মঞ্চে খোলসা করেছেন বিষয়টা নিয়ে। তিনি জানিয়েছেন , আগে কখনো তিনি সেভাবে কারোর দায়িত্বভার নেননি আর মা বাবার প্রসঙ্গ আসলেও সেখানে মা বাবা কিছু প্রত্যাশা ছাড়াই সমস্ত দায়িত্ব পালন করেন।

অভিনেতা জিতুর বিয়ের সময় তাই প্রথম দায়িত্বের ভার কাঁধে চাপার কথা মনে হয়েছিল। সেই ভয়েই তিনি জানিয়েছেন, সিঁদুর দানের সময় তাঁর হাত কাঁপছিল। অন্যদিকে স্ত্রী নবনীতা নিজের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে জানিয়েছেন, শ্বশুর বাড়িতে যখন শ্বশুরমশাই বৌমা আর দেওর প্রথম বৌদি বলে ডেকেছিল তখনই তিনি উপলব্ধি করেছিলেন যে দায়িত্ব টা তাঁর কতটা। এভাবেই রিয়েলিটি শোয়ের মঞ্চে দুজন দুজনের ভালোবাসার মুহূর্ত শেয়ার করে নিয়েছেন।

Related Articles

Back to top button