‘আবার কি বস্তাপচা গল্প নিয়ে আসছেন’! প্রোমো প্রকাশ হতেই দর্শকদের প্রশ্নের মুখে জি বাংলার নতুন ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’

এই মুহূর্তে একের পর এক নতুন ধারাবাহিকের সম্প্রচার করতে দেখা যাচ্ছে জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষকে। এবার তেমনই একটি নতুন ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’র প্রোমো প্রকাশ্যে আসতেই দেখতে পেলেন দর্শকেরা। প্রসঙ্গত বেশ অন্যরকম গল্প নিয়ে তৈরি হয়েছে এই ধারাবাহিকটি এমনটাই মনে করছিলেন অনুগামীরা। তবে প্রোমো দেখার পর ধারাবাহিকটিকে প্রশ্নের মুখে ফেলেছেন অনেকেই।
প্রসঙ্গত ধারাবাহিকের মাধ্যমে নায়িকার দ্বৈত জীবন যাপনের গল্প দেখতে পাবেন অনুগামীরা। বাড়িতে একদিকে শান্তশিষ্ট ঘরোয়া মেয়ে অপরদিকে ভয়ঙ্কর পুলিশ অফিসার হিসেবে এই ধারাবাহিককে অভিনয় করতে দেখা যাবে ধারাবাহিকের মুখ্য চরিত্রকে। প্রসঙ্গত এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এবং অভিনেতা সৌম্যদীপ মুখার্জিকে। ইতিমধ্যেই তাদের অভিনয় দেখার জন্য মুখিয়ে রয়েছেন ছোট পর্দার দর্শকরা।
কারণ প্রোমো দেখার পর দর্শকদের অনেকেই মনে করছেন ধারাবাহিকের গল্প চিরচেনা হলেও ধারাবাহিকের এই জুটির মাধ্যমে অসাধারণ কেমিস্ট্রি তৈরি হতে পারে ছোট পর্দায়। পাশাপাশি ধারাবাহিকের নির্মাতাদের কাছে ইতিমধ্যেই একঘেয়ে গল্প না দেখিয়ে নতুন কিছু দেখানোর আবেদন জানিয়েছেন দর্শকদের একটি বড় অংশ। সব মিলিয়ে সম্প্রচার শুরু হওয়ার আগেই বেশ শোরগোল তৈরি করে দিতে সক্ষম হয়েছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’।
View this post on Instagram