
জিতের নতুন ছবির নায়িকা লহমাকে চোখ বাঁধা অবস্থাতেই চিনে ফেললেন জিৎ। ২৯ শে এপ্রিল জিতের নতুন ছবি ‘RAVAN’ (রাবণ) মুক্তি পাচ্ছে। এই ছবিতে জিৎ কে সম্পূর্ণ অন্য লুকে দেখা যাবে। প্রোমোতে দেখা যাচ্ছে, জিৎ এর লুক সম্পূর্ণ অন্যরকম। মোট কথা ট্রেলার দেখেই বোঝা যায় যে, এই ছবিতে ভালোমতো অ্যাকশন আছে। এই ছবিতে জিতের বিপরীতে রয়েছেন লহমা ভট্টাচার্য্য। কাজের খাতিরে তাদের মধ্যে রসায়ন এমনই সুন্দর হয়ে উঠেছে যে এক লহমাতেই নিজের নায়িকাকে চিনে ফেললাম রাবণ অবতার জিৎ।
আরও পড়ুন: গোলাপী ব্লাউজ নীল রঙের শাড়ি পরে ‘ক্যান্টিন’ চালাচ্ছেন ‘বউদি’ শুভশ্রী, দেখে নিন তার নতুন রূপ
‘ইস্মার্ট জোড়ির’ মঞ্চে এর আগেই দেবকে চুমু খেয়ে ছিলেন জিৎ। এইবার এক নতুন কাণ্ড ঘটিয়ে রীতিমতো আসর মাতিয়ে দিলেন তিনি। চোখ বাঁধা অবস্থাতেই কেবলমাত্র ছুঁয়ে জিৎ চিনে ফেললেন লহমাকে। খেলার এই দুষ্টু বুদ্ধি জিতু কমলের মাথায় আসতেই বলে বসলেন তিনি। এত দিন সকলকে ইস্মার্ট জোড়ির মঞ্চে নাকাল করা জিতকে এবার খেলার মাধ্যমে নাকাল করার পালা। চোখ বাঁধা অবস্থায় কেবল ছুঁয়েই নায়িকাকে চিনতে হবে ‘রাবণ’কে। উল্লেখ্য, এই দিন ‘রাবণ’ ছবির প্রচারের স্বার্থে লহমা এই গেম শোয়ের মঞ্চে এসেছিলেন। এইবার তাকে নিয়েই শুরু হয়ে গেল খেলা। তবে হার মানার পাত্র নন জিৎ। শুধু জিতলেনই না তিনি, সকলের মুখে কার্যত ঝামা ঘষে দিলেন তিনি।
খেলার পরিকল্পনার কথা মাথায় আসতেই জিতু নিজের হাতে জিতের চোখ বেঁধে দেন। এরপর জিৎকে নাকাল করবার জন্য প্রথমেই ছোটপর্দার ঠাকুর সৌরভ সাহাকে জিতের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়। জিৎ কিন্তু ছুঁয়েই বুঝে যান তাকে ঠকানো হচ্ছে, সঙ্গে সঙ্গে হাসতে হাসতে বলে ওঠন, “এ নারী না পুরুষ ”
এরপর জিতের সামনে দাঁড় করানো হয় জয়শ্রী কল, দেবলীনা ধর, নবনীতা দাসকে। চোখ বাঁধা অবস্থায় প্রত্যেককেই চিনে ফেলেন নায়ক এবং ঠিক ঠিক নামও বলে দেন তিনি। এরপর সবশেষে জিতের সামনে এনে হাজির করা হয় তার ছবির নায়িকা লহমাকে। নায়িকার হাত ধরেই নায়ক উচ্ছ্বসিত হয়ে বলে ওঠেন,“ আমি একে চিনি, এ আমার চিনি চিনি।” এইকথা শুনে উপস্থিত সকলেই বেশ ভ্যাবাচ্যাকা খেয়ে যান, লহমাকে চিনি বলে ডাকছেন কেন জিৎ? তখনই ফাঁস হয় যে নায়িকার আসল নাম আসলে চিনি আর এই নামেই জিৎ সব সময় তাকে শুটিংয়ের সময় ডাকতেন।