সারেগামাপার মঞ্চে জোজোর গান নিয়ে হওয়া কুৎসিত ট্রোলিংয়ের জবাব দিলেন জোজো! হটকে স্টাইলে তার উত্তর শুনে রকস্টার বলে সম্বোধন করছেন অনুরাগীরা!

কিছুদিন আগেই সারেগামাপার মঞ্চে এক জন প্রতিযোগীর সাথে গান গাইতে উঠে ব্যাপক ট্রোলড হন জনপ্রিয় গায়িকা জোজো মুখোপাধ্যায়। নেটিজেনরা তার গান নিয়ে রীতিমতো কটাক্ষ শুরু করে বলতে শুরু করেছিলেন যে, ‘সারেগামাপার মঞ্চে গুরু নিজেই বেসুরো!’ জোজো বিচ্ছিরি গান গায়-বলেও ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন নেটিজেনরা। জোজোকে সরাসরি কটাক্ষ করে কেউ লেখেন, আগে জোজোকে সুরে গাইতে বলুন। কেউ আবার সরাসরি মারাত্মক অভিযোগ আনেন গায়িকার বিরুদ্ধে লেখেন, এত খারাপ গেয়ে ও কি করে সব চ্যানেলের অনুষ্ঠানে চলে যায় বুঝতে পারি না! কত শক্ত লাইন থাকলে এমনটা হয়।
সারেগামাপার মঞ্চে গতবার সঙ্গীত গুরুর ভূমিকাতে ছিলেন ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায় ও মনোময় ভট্টাচার্য। এইবার আরও দুজনকে দেখা যাচ্ছে, একজন হলেন জোজো মুখোপাধ্যায় অপরজন রথীজিৎ ভট্টাচার্য। এরপর একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় বনগাঁর প্রতিযোগী ঐশ্বর্য মঞ্চে গান গাইতে উঠলে, তার সাথে মঞ্চে আরো একজন গান গাইতে ওঠে। তিনি সঙ্গীত গুরু জোজো। তার গান শুনে ব্যাপক মাত্রায় ট্রোলিং শুরু হয়ে যায়। নেটিজেনদের মধ্যে কিছু মানুষ জোজোর গান নিয়ে মারাত্বক ট্রোলিং শুরু করেন। তাদের বক্তব্য, জোজো মোটেই ভালো গান গাইতে পারেন না!
এইবার ট্রোলারদের মোক্ষম জবাব দিলেন জোজো মুখোপাধ্যায়। অন্যায় সহ্য না করে তিনি তার বিরুদ্ধে হওয়া ট্রোলিংয়ের জবাব দিয়ে বলেন, “সারেগামাপার মঞ্চে আমার গান নিয়ে যারা কুরুচিকর মন্তব্য করেছেন তাদের বলি আমার সত্যিই সব কথায় মন ভাঙ্গে না বরং নিজের কাজকে আঁকড়ে ধরে আরো এগিয়ে যাওয়ার সাহস পাই। খুব ভাল থাকবেন আপনারা। ভগবান আপনাদের মঙ্গল করুন।” সমালোচকদের উত্তর দেওয়ার জোজোর এই কায়দা বেশ হটকে লেগেছে নেটিজেনদের।