সিরিয়াল

‘রান্নাঘরে’ উপস্থিত জুম্বা শিক্ষিকা, জুম্বা শেখালেন সুদীপা চট্টোপাধ্যায়কে! সঙ্গে রাঁধলেন সাবু মুরগির পোলাও! দেখে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়

জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় শো হল ‘রান্নাঘর’ যা সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। তার উপস্থিতিতে এখানে হাজির হতে দেখা যায় সাধারণ মানুষ থেকে শুরু করে টলিউডের পরিচিত মুখেদের। যারা বিভিন্ন রকম পরিচিত অপরিচিত পদ রান্না করে চমকে দেন দর্শককে। তবে এবার রান্নাঘরে উপস্থিত হতে দেখা গেল একজন জুম্বা শিক্ষিকাকে। যিনি রান্না করার পাশাপাশি জুম্বা শিখিয়েছেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়কে।

পাশাপাশি তিনি রান্না করেছেন সাবু মুরগির পোলাও। বলাই বাহুল্য তার রান্না করা পদের নাম শুনে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি তার সঙ্গে নাচের চেষ্টা করতে দেখা গিয়েছে স্বয়ং সুদীপা চট্টোপাধ্যায়কে। তবে এদিন তার অনুগামীরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন তিনি যেমন তাকে ঠিক তেমনি ভালো লাগে। এর জন্য আলাদা করে রান্নাঘরে জুম্বা করার কোন প্রয়োজন নেই তার।

দুর্দান্ত রেসিপি সাবু মুরগির পোলাও শিখে নিন রান্নাঘরে।

#DurdantoRecipeSabooMurgirPolaoShikheNinRannaghare #Rannaghar…

Posted by Zee Bangla on Thursday, 21 July 2022

পাশাপাশি রান্নাঘরে উপস্থিত হওয়া ওই জুম্বা শিক্ষিকার রান্না করা পদের নাম দেখেও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন অনুগামীরা। তারা জানিয়েছেন নতুনত্ব আনতে গিয়ে অনেক সময় হাস্যকর হয়ে উঠেছে এখানে রান্না করা পদগুলি। সব মিলিয়ে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সুদীপা চট্টোপাধ্যায় তার রান্নাঘর শোটিকে নিয়ে।

Related Articles

Back to top button