সিরিয়াল

এবার কি তবে রচনা ব্যানার্জীর দায়িত্ব শেষ! দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে আসতে চলেছে খুদের রচনা

জি বাংলা ও স্টার জলসার মতো অন্যতম বিনোদনমূলক চ্যানেলগুলি বেশ বিখ্যাত তার ধারাবাহিক এবং রিয়েলিটি শো অর্থাৎ ননফিকশন শো এর জন্য। ধারাবাহিকের কথা এখন বাদ রাখলে রিয়েলিটি শো এর জনপ্রিয়তাও শীর্ষে। সেই রিয়েলিটি শো গুলির মধ্যে অন্যতম বিখ্যাত একটি রিয়েলিটি শো হল দিদি No 1। এই শোয়ের মঞ্চে এবার আসতে চলেছে জুনিয়ার রচনা।

ননফিকশন এই শো তে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি আবার কচিকাঁচারাও এসে উপস্থিত হন। তেমনি এবার এই শো এর মঞ্চে আসছে আরো কিছু ক্ষুদে সদস্য। এরই মধ্যে উল্লেখযোগ্য হল অনুষ্কা চ্যাটার্জি। ইনি মঞ্চে উপস্থিত হলেন একেবারে রচনার সাজে। ইতিমধ্যে চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে যে প্রমো ভিডিওটি শেয়ার করা হয়েছে তাতেই মুগ্ধ দর্শক।

অনুষ্কা কে দেখে দর্শকের মত মুগ্ধ হয়েছেন স্বয়ং রচনাও। কেবল নিজের পোশাকে নয় মানুষকে আরো তাজ্জব বানিয়েছে নিজের কথাবার্তায়। দিদি No 1 এর মঞ্চে দাঁড়িয়ে হুবহু নকল করলেন সঞ্চালিকা রচনার সঞ্চালনা। ওইটুকু খুদের এমন আশ্চর্য ক্ষমতা দেখে মঞ্চে হাততালি দিয়ে উচ্ছাসিত প্রশংসায় মেতে উঠেছেন অভিনেত্রী রচনা। সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের কমেন্টে প্রশংসা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেট পাড়া।

প্রসঙ্গত এই ননফিকশন শো এর মঞ্চে আসেন বহু সাধারন মানুষ ও সেলিব্রেটি দিদিরা। জীবন সংগ্রামের গল্প, হাসি, মজা, আনন্দ আবার প্রচুর উপহার নিয়ে প্রতিদিন বিকেলে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় এই শো উপস্থিত হয় টিভির পর্দায়। মূলত সঞ্চালিকার দক্ষতাতেই আজ সাফল্যের শিরোনামে পৌঁছেছে দিদি No 1। জীবনের একাধিক বাধা বিপত্তি কাটিয়ে সময়ের সদ্ব্যবহার করে কর্মে নিজের সামর্থ্য দেখিয়ে জীবন যুদ্ধে জয়ী হয়েছেন তারা। এমন অসীম সাহসী কর্মদ্যোগী দিদিদের এই শো এর মাধ্যমে কুর্নিশ জানায় জি বাংলা।

Related Articles

Back to top button