সিরিয়াল

সকলের প্রিয় ‘গদাই ঠাকুর’ ওরফে সৌরভ সাহা এবার ইসমার্ট জোড়ি -র মঞ্চে, দ্বিতীয়বার বিয়ে করে চমক দিলেন ভক্তদের!

‘করুণাময়ী রানী রাসমণি’ একসময়ের একটি সুপারহিট সিরিয়াল হিসেবেই দর্শকদের কাছে জনপ্রিয় ছিল। জি বাংলার পর্দায় এই ধারাবাহিক বেশ কয়েক বছর ধরে দর্শকের ভালোবাসার কারণেই চলেছিল জমজমাট ভাবে। এই ধারাবাহিকে গদাই চরিত্রে অভিনয় করে মন জয় করেছিলেন অভিনেতা সৌরভ সাহা। তিনি গদাই চরিত্রটিকে এত অপরূপ ভাবে জীবন্ত করে তুলেছিলেন টিভির পর্দায় যে অভিনেতার প্রতি একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছিল দর্শকদের। দীর্ঘ দশ বছর টানা অভিনয়ের পরে দর্শকদের মনে এক ভিন্ন জায়গা দখল করে নিয়েছেন অভিনেতা।

আরও পড়ুন: এ বার অন্তত মানুষটাকে তাঁর প্রাপ্য সম্মান দেওয়া হোক! বাবা সুখেন দাস সম্পর্কে আক্ষেপ প্রকাশ করে বললেন মেয়ে পিয়া সেনগুপ্ত

সবার পছন্দের অভিনেতা এবার একেবারে স্ত্রীকে সাথে করে হাজির স্টার জলসার জমজমাট রিয়েলিটি শো “ইসমার্ট জোড়ি” – র মঞ্চে। তবে এবার পর্দার গদাই কিন্তু একেবারে বউকে নিয়ে বরের বেশে হাজির হয়েছিলেন মঞ্চে। গদাই চরিত্রে এমনিতেই তিনি তো মন কেড়ে নিয়েছিলেন কিন্তু এবার তিনি যে বর বেশে কম জাননা তাই প্রমাণ হয়ে গেলো। সস্ত্রীক একেবারে বর কনে সেজে হাজির হয়েছিলেন।

ফুলে সাজানো রিক্সায় চেপে বউ সুস্মিতা কে নিয়ে মঞ্চে ঘুরতে দেখা গেলো অভিনেতা সৌরভ কে। এমনই স্ত্রী সুস্মিতা কে পিঠে চাপানোর ছবিও সামনে এসেছে। এই সব ছবিই কিন্তু সৌরভের স্ত্রী সুস্মিতা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন তাঁর ভক্তদের সাথে। “ইসমার্ট জোড়ি”- র মঞ্চে এই প্রথমবার যে বিয়ের অনুষ্ঠান হলো এমনটা নয় এর আগেও কিন্তু বেশ কয়েকবার সেলিব্রিটি জুটিদের নিয়ে ওই মঞ্চে বিয়ে থেকে শুরু করে বৌভাত সব আয়োজন করেছিলেন শো এর সঞ্চালক টলিউডের সুপারস্টার জিৎ। ভাইরাল বাদাম কাকু পর্যন্ত স্ত্রীকে নিয়ে হাজির হয়েছিলেন এই মঞ্চে। কেবল হাজির হননি একেবারে বিয়ে থেকে ভোজ পর্যন্ত খেয়েছিল সবাই।

আরও পড়ুন: “বাংলা মিডিয়ামে পড়া কোনো ছেলেমেয়ে কি সত্যিই আজকাল কর্পোরেটে চাকরি পায়?” টেলিভিশনের এক বিতর্ক সভায় সরাসরি বাংলা মাধ্যমকে অপমান করে কটাক্ষের শিকার আরজে অয়ন্তিকা!

তবে কনে বেশে কেবল সুস্মিতাই নয় সেইসঙ্গে বর সৌরভ ও কিন্তু একত্রে ছবি শেয়ার করে নিয়েছেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। আবার মজার একটি ক্যাপশন ও লিখেছেন তিনি, “শাদি মে জরুর আনা”। ওই জুটিকে কিন্তু বেশ মানিয়েছিল বর কনের বেশে। দর্শকেরা রীতিমতো মুগ্ধ হয়েছেন জুটির বর কনে বেশের সাজ দেখে। সেইসব ছবিই এখন ঘোরাফেরা করছে নেটদুনিয়ায়।

Related Articles

Back to top button