তোর্সার জন্মদিনের পার্টিতে দেখা গেল না সিডকে! তবে কি এবার এক ঘরে করে দেওয়া হল সিদ্ধার্থ কে? মিঠাই সিদ্ধান্তের ঝামেলার রেশ কবে কাটবে?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। বেশ কিছুদিন ধরে টিআরপি লিস্টে তলিয়ে যাচ্ছিল এই ধারাবাহিক। তবে এই সপ্তাহে আবার মিঠাই ফিরে এল স্বমহিমায়। যেসব জনপ্রিয় জুটিকে এখন সাধারণ মানুষ এক ডাকে চেনেন তাদের মধ্যে অন্যতম হলেও মিঠাই এবং সিড। দুজনের কেমিস্ট্রিতে মুগ্ধ জনগণ। তবে বর্তমানে তাদের মধ্যে কিছু ঝামেলা হওয়ায় বেশ কিছু ঘটনা ঘটছে মিঠাই পরিবারে।
মাঝখানে বেশ কয়েকদিন শোনা গিয়েছিল মিঠাই ও সিড পর্দার মতোই প্রেম করছেন বাস্তব জীবনেও। তবে এই সমালোচনা বেশ কিছুদিন চলার পর জল ঢেলে দেন তারা নিজেই। ঠিক এরপর আবার এক ঝড় ওঠে যেখানে শোনা যায় মিঠাই ও সিডের মধ্যে নাকি তুমুল ঝামেলা হয়েছে। এমনকি নাকি তাদের কথা বলাও এখন বন্ধ। নেটিজেনরা বলেন এর কারণ তৃতীয় ব্যক্তি কৌশম্বি। তবে এ কথার যোগ্য জবাব দেন অভিনেতা-অভিনেত্রী।
সম্প্রতি জানা গেছে কোন ব্যক্তিগত কারণে ঝামেলা হয়নি দুই বন্ধুর মধ্যে। কাজের কারণেই ছোটখাটো ঝামেলা হয়েছিল তাদের। সকলেই ভেবেছিলেন এ ঝামেলা কয়েকদিনের মধ্যেই মিটে যাবে। কিন্তু সেটা হয়নি। বেশ কয়েকদিন ধরে চলছে এই ঝামেলা। তাদের মধ্যে কথা বলাও বন্ধ হয়েছে এই কারণে। কিন্তু চরিত্রের কেমিস্ট্রি কিন্তু কমেনি তাদের মধ্যে।
সাম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় কৌশাম্বির জন্মদিন পালিত হচ্ছে সেখানে উপস্থিত ছিলেন সিড। তবে এবার তোর্সার জন্মদিনের পার্টি ভিডিওতেও দেখা গেল না সিডকে। রিসেন্ট এই ভিডিওতে দেখা যাচ্ছে মোদক পরিবারের কিছু সদস্যকে নিয়ে পালিত হচ্ছে তোর্সার জন্মদিন। এই ভিডিওতে কেক কাটতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তবে সেই ভিডিওর কোথাও দেখা যায়নি সিদ্ধার্থকে। এবার এ বিষয়ে অনুরাগীদের মনে প্রশ্ন ওঠার স্বাভাবিক যে এবার কি তবে এক ঘরে হলো সিদ্ধার্থ? মিঠাই ও সিদ্ধার্থের মধ্যেকার এই ঝামেলা কি কখনো মিটবে না?
View this post on Instagram