কোনো অভিনেতা নয়, বড় হয়ে স্বামী বিবেকানন্দের মতো ভালো মানুষ হতে চায় পর্দার ‘বিলে

গত 6 জুন ছিল বেলুড় মঠের ১২৫তম প্রতিষ্ঠা দিবস। আর সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আকাশ আটের পর্দায় শুরু হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘যুগনায়ক স্বামী বিবেকানন্দ’ (Yuganayak Swami Vivekananda)। গত তিন মাস ধরে এই ধারাবাহিক টি চলছে টেলি পর্দায়। এই ধারাবাহিকের মাধ্যমেই দেখানো হচ্ছে বিলে থেকে স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার কাহিনী কে।
তবে টেলিভিশনের পর্দায় এই প্রথমবার নয় এর আগেও অনেকবার নানা সিরিয়াল এবং সিনেমাতে স্বামী বিবেকানন্দের জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। আবারো একবার আকাশ আটের পর্দায় দেখা যাচ্ছে স্বামী বিবেকানন্দের জীবনের নানা কাহিনী ‘যুগনায়ক স্বামী বিবেকানন্দ’ ধারাবাহিকে। ১৮৬৩ সালের ১২ই জানুয়ারি কলকাতার সিমলায় ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। ছোটবেলায় স্বামী বিবেকানন্দ বিলে নামে পরিচিত ছিল। বাবা মা নাম দিয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত। তাই তাঁকে অনেকে নরেন বলেও ডাকতেন। এই ধারাবাহিকে ছোট্ট বিলের চরিত্রে অভিনয় করছে সাফল্য দেবনাথ (Safolyo Debnath)।
ছোট্ট এই ছেলেটি স্বামী বিবেকানন্দের ছোটবেলার চরিত্র কে সুস্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে এই ধারাবাহিকে। এই ক্ষুদে শিল্পীটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার স্বামী বিবেকানন্দের চরিত্রে পাঠ করার গল্প। আগে এই খুদে কি থিয়েটার করত তারপর শিক্ষকের থেকে তিনি খবর পেয়েছিলেন এই ধারাবাহিকের ব্যাপারে। তারপর অডিশন দিয়েই এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যায়।
এই ক্ষুদে শিল্পীটি স্বপ্ন দেখেন যে বড় হয়ে সে স্বামী বিবেকানন্দের মতো ভালো মানুষ হবে। শুটিংয়ের ফাঁকে চলে তার নানান দুষ্টুমি। ধারাবাহিকে নাকি একবার গাছে উঠে সংলাপ বলার দৃশ্য ছিল। কিন্তু সাফল্য গাছে উঠতে না পারার জন্য সে কান্নাকাটি শুরু করে দেয়। সকলে মিলে তখন মই দিয়ে তাকে গাছে তুলিয়ে দেয়। তবে সেদিন সে খুব ভয় পেয়েছিল। এখন অবশ্য ভয় কেটে গিয়েছে।