সিরিয়াল

‘আগামী ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় না-ও করতে পারি, নায়িকা হলে জনপ্রিয়তা পাওয়া যায়, কিন্তু ছুটি পাওয়া যায় না! ব্যক্তিজীবন, পারিবারিক জীবন বলে কিচ্ছু থাকে না’, জানালেন টুসু অর্থাৎ অভিনেত্রী শ্রীপর্ণা রায়

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ শ্রীপর্ণা রায়। স্টার জলসার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক টুসুর মাধ্যমে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আসেন অভিনেত্রী। নেতাজি ধারাবাহিকেও বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যায় তাকে। এই বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কড়ি খেলাতেও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে অভিনেত্রী জানান তিনি এখন আর অভিনয়ের জগতে ফিরছেন না। কিন্তু কেন তার এমন সিদ্ধান্ত? এবার এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী।

জনপ্রিয় ধারাবাহিক আঁচলে টুসুর চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান শ্রীপর্ণা। এরপর তাকে আর ঘুরে তাকাতে হয়নি। নেতাজি ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেও বেশ নজর কেড়েছিলেন দর্শকের। তারপরেই কড়ি খেলার সাহসী মুখ্য চরিত্র সিঙ্গেল মাদার হিসেবে অভিনয় করে আমারও একবার জনপ্রিয়তা পান অভিনেত্রী। তবে টলিপাড়ায় গুঞ্জন শোনা যায় যে বেশ কিছু মাসের বিরতির পর আবারও একবার মুখ্য চরিত্রে অভিনয়ের মাধ্যমে ফিরবেন শ্রীপর্ণা।

সম্প্রতি টেলিভিশন ইন্ডাস্ট্রির জগতে কানাঘুষে একটি কথা শোনা যাচ্ছিল। খুব শীঘ্রই সুরিন্দর ফিল্মস প্রযোজিত একটি ধারাবাহিক আসতে চলেছে। নাম রংমিলান্তি। এই ধারাবাহিকেরই মুখ্য চরিত্রে নাকি অভিনয় করবেন অভিনেত্রী শ্রীপর্ণা।

এই প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান – ‘‘আগামী ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় না-ও করতে পারি। নায়িকা হলে জনপ্রিয়তা পাওয়া যায়। কিন্তু ছুটি পাওয়া যায় না। ব্যক্তিজীবন, পারিবারিক জীবন বলে কিচ্ছু থাকে না।’’এছাড়াও অভিনেত্রী আরো বলেন, ‘‘আপাতত মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করছি। পাশাপাশি, এই ধরনের বিভিন্ন কাজের সঙ্গেও জড়িত। সেপ্টেম্বরে পরিবারের সঙ্গে বেড়াতে যাব। তাই এখনই অভিনয়ে ফিরছি না।” আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাতে তিনি বেরিয়ে পড়বেন দিল্লি, আগরা, হরিদ্বার, মথুরা, বৃন্দাবন-সহ অনেক জায়গা ঘুরে দেখার জন্য। পুজোর পর সম্ভবত নভেম্বর মাসের দিকে তাকে আবার পর্দায় দেখা যেতে পারে বলে জানান অভিনেত্রী।

অন্যদিকে সুরিন্দর ফিল্মসকে এ বিষয়ে প্রশ্ন করা হলে সুরিন্দর ফিল্মস এর কর্ণধার, নিসপাল সিং রানা স্পষ্টভাবে জানিয়ে দেন এটি সম্পূর্ণ একটি গুজব। স্পষ্টভাবেই তিনি বলেন তার চ্যানেল বর্তমানে এরকম কোন ধারাবাহিকের কথা ভাবছে না।

Related Articles

Back to top button