অনামিকার সাথে আর কার প্রবেশ ঘটছে লালকুঠিতে? রহস্য নয় ভু;তুড়ে হয়ে উঠছে এই ধারাবাহিক দিনকে দিন, দাবি দর্শকদের!

জি বাংলার লালকুঠি রীতিমতো গা-ছমছমে ভৌতিক একটি ধারাবাহিক হয়ে উঠছে দিনকে দিন। কখনো দোস্তিদারদের অ্যানিভার্সারি তে বিক্রমের বাবা মার ছবি তে হঠাৎ আগুন লেগে যাচ্ছে, কখনো বা রক্ত দিয়ে কেউ লিখে যাচ্ছে, আমি ফিরে এসেছি! কখনো আবার বৈশালীর হাতের পুতুলটা উপর থেকে নিচে ফেলে দেওয়ার পরে পরেই বৈশালী কে দেখভাল করা নার্সটি আপনাআপনি উপর থেকে নিচে গড়িয়ে পড়ছে! এছাড়া বিক্রমকে তার ছোটভাইপো ইতিমধ্যেই জানিয়েছে যে, একটি বল সব সময় ঘুরে ঘুরে এঘর থেকে ও-ঘরে ঘুরে বেড়ায়। এই সব রহস্যের সমাধান আজ অবধি মেলেনি। জি বাংলার রহস্য-রোমাঞ্চ থ্রিলার লালকুঠি ক্রমশ রোমহর্ষক হয়ে উঠছে।
আরও পড়ুন: কলকাতার দুর্গা পুজোর থিমে এবার কেকে আর তার গান! এভাবেই গায়ককে শ্রদ্ধা জানাবে মহানগরী!
প্রসঙ্গত উল্লেখ্য এই ধারাবাহিকের মাধ্যমে দর্শকেরা আবার দেশের মাটির জনপ্রিয় রাজা মাম্পি জুটিকে ফিরে পেয়েছিল। এই ধারাবাহিকের অনামিকা চরিত্রে কাজ করছেন রুকমা আর বিক্রমের চরিত্রে কাজ করছেন রাহুল। রাজা মাম্পির পর অনামিকা বিক্রম জুটিও দর্শক মনে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। সম্প্রতি এপিসোডে দেখানো হচ্ছে যে, অনামিকা এবং বিক্রম একে অপরকে বিয়ে করতে পুরোপুরিভাবে আপত্তি জানিয়েছেন তাদের বিয়ে ভেঙে গেছে। কিন্তু তারা একে অপরের সাথে কাজ করছে।
কাজের সূত্রে এক জায়গায় গিয়ে তারা আটকে পড়ে এবং বাধ্য হয়ে তাদেরকে একটি ভাঙাচোরা বাড়িতে আশ্রয় নিতে হয় সারারাত। এরপর রাতে একটি বাড়িতে তাদের একসাথে আশ্রয় নেওয়ার খবরটি খবরের কাগজের হেডলাইন হয়ে যায় এবং দুজনের একসাথে কিছু ছবি চলে যায় অনামিকার বাড়িতে। যা দেখে তাদের পরিবারের প্রত্যেকটি লোকজন অত্যন্ত রেগে যান, ফলে অনিচ্ছা সত্ত্বেও একে অপরকে বিয়ে করতে রাজি হয়ে যান অনামিকা বিক্রম। এখন ধারাবাহিকে তাদের এঙ্গেজমেন্টের বিষয় দেখানো হচ্ছে।
সম্প্রতি এই ধারাবাহিকের একটা নতুন প্রোমো রিলিজ করেছে। এটিকে প্রোমো না বলে আরেকটি ভৌতিক ট্রেলার বলা যেতে পারে। সাম্প্রতিককালের এই প্রোমোতে দেখা যাচ্ছে বিয়ে করেছে বিক্রম অনামিকা। বর বধু বেশে ঘরে ঢুকছে তারা। আলতা পায়ের ছাপ দিয়ে যখন অনামিকার প্রবেশ ঘটছে লালকুঠিতে তখনই চিৎকার করে ওঠে অনামিকার এক জা মহুয়া! সাদা কাপড়ের মধ্যে একদিকে দেখা যাচ্ছে অনামিকার আলতা পায়ের ছাপ যা বাইরে থেকে ঘরের দিকে ঢুকছে, কিন্তু তার সাথে ফুটে উঠেছে আর এক জোড়া উল্টো পায়ের ছাপ। এই দৃশ্য দেখে বিক্রমের বড় বৌদি বৈশালী বলে বসে, “সব পাপীদের শাস্তি দিতে সে আসছে”। অনামিকার সাথে কার প্রবেশ ঘটলো লালকুঠি তে? প্রোমোর এই এপিসোড ঘিরে সৃষ্টি হয়েছে নতুন রহস্য। দর্শকরা এই প্রোমো দেখার পর থেকে উচ্ছ্বসিত হয়ে আছে। ধীরে ধীরে এই ধারাবাহিকটি প্রতিটি পর্বে টানটান উত্তেজনা নিয়ে হাজির হচ্ছে যা একেবারেই অন্যরকম, গা ছমছমে ও ভুতুড়ে।