শ্রীদেবীর ভক্ত হয়েও দাদাগীরির মঞ্চে এসে মাধুরীর গানে নাচ করলেন মিঠাই! অবাক হয়ে গেলেন মিঠাই ভক্তরা

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ একসময় ছিল বঙ্গ সেরা, পরবর্তীতে বঙ্গ সেরার আসন থেকে ছিটকে গেলেও দর্শকদের জনপ্রিয়তার নিরিখে এখনও পর্যন্ত হিট এই ধারাবাহিক। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ মিঠাইয়ের চরিত্রটি করছেন সকলের প্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। সম্প্রতি মিষ্টি এই অভিনেত্রী হাজির হলেন দাদাগিরির মঞ্চে। দাদাগিরি গ্র্যান্ড ফিনালেতে দেখা যাবে তাকে।
আরও পড়ুন: রোমান্টিক গায়ক কেকের জীবনে এসেছিলো একাধিক প্রেম! রইলো তার জীবনের গোপন অজানা কিছু তথ্য
দর্শকদের মন খারাপ করে জি বাংলার জনপ্রিয় গেম শো দাদাগিরি খুব শীঘ্রই শেষ হতে চলেছে। আগামী ৫ ই জুন হবে দাদাগিরির গ্র্যান্ড ফিনাল আর এই ফিনালেতে উপস্থিত থাকবেন মিঠাই খ্যাত সৌমিতৃষা কুন্ডু, তবে শুধু উপস্থিত থাকবেন বললেই ভুল বলা হবে, বলা যায় জমিয়ে পারফর্ম করবেন তিনি!
সম্প্রতি জি বাংলার তরফ থেকে একটি প্রোমো প্রকাশ করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে সৌমিতৃষা পারফরম্যান্স করছেন। অসাধারণ নাচে তিনি মাতিয়ে দিচ্ছেন দাদাগীরির মঞ্চ। ভাইরাল হওয়া সেই প্রোমোতে দেখা যাচ্ছে মাধুরী দীক্ষিতের জনপ্রিয় গান ‘এক দো তিন’ গানে পা মিলিয়েছেন মিঠাই রানী। শ্রীদেবীর অন্ধ ভক্ত হয়েও বলিউডের ডান্সিং কুইন মাধুরীর গানেই নেচেছেন মিঠাই। ভিডিওতে দেখা যাচ্ছে পিংক কালারের পোশাক পরেছেন তিনি এবং তার সাথে পরেছেন ম্যাচিং জুয়েলারি।
ভিডিওতে আরও দেখা যাচ্ছে যে, এইদিন দাদার মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হবেন সৌরভ গাঙ্গুলীর স্ত্রী ডোনা গাঙ্গুলী, সবার প্রিয় প্রসেনজিৎ চ্যাটার্জী এবং দিতিপ্রিয়া রায়। ডোনা গাঙ্গুলী, প্রসেনজিৎ চ্যাটার্জী এবং দিতিপ্রিয়া রায়কে নাচতে দেখা যাবে ‘সোহাগ চাঁদ বদনী ধনি নাচো তো দেখি’ গানে। এই গানে ওদের সাথে সৌরভকেও পা মেলাতে দেখা যাবে। এছাড়া ডোনা গাঙ্গুলী ও সৌরভ গাঙ্গুলীকে একসাথে পারফর্ম করতে দেখা যাবে এখানে। গ্র্যান্ড ফিনালেতে সবার প্রিয় মহারাজ সৌরভ ও ডোনা একসাথে নাচ করবেন। এইদিন ওম শান্তি ওম ছবির শাহরুখ-দীপিকার গান ‘আখমে তেরি অজবসি অজবসি’ গানেতে নাচবেন তারা দুজনে।
মিঠাই ছাড়াও এ দিন গ্র্যান্ড ফিনালের মঞ্চে উপস্থিত থাকবেন জি বাংলার অপর জনপ্রিয় পিলু ধারাবাহিকের অভিনেত্রী মেঘা। এছাড়াও জি বাংলার আরও জনপ্রিয় অনেক মুখকে এই দিন দেখা যাবে মঞ্চে। কারা কারা আসবেন এই দিন জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে রবিবার রাত আটটায় জি বাংলার পর্দায়, দেখতে হবে দাদাগিরি আনলিমিটেড নাইন গ্র্যান্ড ফিনালের ধামাকাদার এপিসোড।