গুলিবিদ্ধ মিঠাইকে কোলে তুলে নিল সিদ্ধার্থ! মহাদেবের কোলে প্রাণহীন সতীর সঙ্গে তুলনা করে প্রশংসায় পঞ্চমুখ হলেন ‘মিঠাই’ ভক্তরা

এই মুহূর্তে জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল মিঠাই। সম্প্রচার শুরু হওয়ার অতি অল্প দিনের মধ্যেই টিআরপি তালিকার শীর্ষস্থান দীর্ঘদিনের জন্য নিজের দখলে রাখতে দেখা গিয়েছিল এই ধারাবাহিকটিকে। যা থেকে প্রমাণ হয়ে গিয়েছে এই ধারাবাহিকের জনপ্রিয়তা। তবে এরপর স্টার জলসার গাঁটছড়া ধারাবাহিকের কাছে জনপ্রিয়তার বিচারে হার মানতে হয়েছিল মিঠাইকে।
তবে এবার নতুন করে ধারাবাহিকটিকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হলেন এই ধারাবাহিকের অনুগামীরা। প্রসঙ্গত সম্প্রতি ধারাবাহিকের গল্প অনুযায়ী দর্শকরা দেখতে পেয়েছেন নেতিবাচক চরিত্রের ছুঁড়ে দেওয়া গুলির হাত থেকে স্বামীকে বাঁচাতে গিয়ে নিজে গুলিবিদ্ধ হয়েছে এই ধারাবাহিকের নায়িকা মিঠাই। এরপর তাকে কোলে তুলে হাসপাতালের দিকে ছুটে যেত দেখা গিয়েছে ধারাবাহিকের নায়ক সিদ্ধার্থকে।
এদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই দৃশ্যকেই মহাদেব এবং সতীর সঙ্গে তুলনা করতে দেখা গিয়েছে অনুগামীদের একটি বড় অংশকে। তারা জানিয়েছেন যেভাবে স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহ ত্যাগ করেছিলেন সতী, ঠিক তেমন ভাবেই স্বামীকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হতে হয়েছে মিঠাইকে। পাশাপাশি অনুগামীরা মনে করছেন যুগ পাল্টে গেলেও ভালোবাসার রূপ কখনো পাল্টায় না। সবমিলিয়ে মিঠাইয়ের নতুন পর্ব উচ্ছসিত করে তুলেছে অনুগামীদের।