সিরিয়াল

‘মিঠির সাথে বিয়ে হ‌ওয়ার পর মিঠাই এর এন্ট্রি!’-মিঠাই কি তবে কৃষ্ণকলির পথে হাঁটছে?প্রোমো দেখে দর্শক ভাবছেন এবার কী করবে সিদ্ধার্থ?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। এই ধারাবাহিকে দেখা যাচ্ছে যে, মিঠাই মারা যাওয়ার পর বহু বছর অতিক্রম হয়েছে, ইতিমধ্যে মিঠাই এর মত হুবহু দেখতে একটি মেয়ে মিঠি মনোহারায় এসেছে এবং তার সাথে সিডের বিয়ে হয়েছে। তবে এই মিঠাই এর সাথে মিঠির কোনো মিল নেই। সম্প্রতি জি বাংলার তরফ থেকে মিঠাই ধারাবাহিকের একটি প্রোমো দিয়েছে,যেখানে দেখা যাচ্ছে যে, মিঠাই ধারাবাহিকে মিঠাই ফিরে এসেছে।

সেই প্রোমোতে দেখা যাচ্ছে যে, সিদ্ধার্থর এক্সিডেন্ট হয়েছে, সিদ্ধার্থ রক্তাক্ত অবস্থায় গাড়ির নীচে পড়ে আছে। এমন সময় একটা বাচ্চা মেয়ে সিদ্ধার্থ কে জল দিতে আসে,তার নাম মিষ্টি আর এই মিষ্টিকে খুঁজতে খুঁজতে চলে আসে মিঠাই।

মিঠাই ফিরে এসেছে দেখে সবাই খুব খুশি। সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে, “রাখি মেম তো পুরো ছক্কা মেরে মিঠাই ফ্যানদের মাঠের বাহিরে পাঠিয়ে দিলেন
সবার ভাবনা চিন্তার বাহিরে প্রমোটা
মিঠি আর মিঠাই তবে সম্পূর্ণ আলাদা…
মিষ্টি নামের ছোট একটা মেয়েকেও নিয়ে এলেন আবার…তবে কি মিঠাইয়ের স্মৃতি নেই…স্মৃতি থাকলে তো এতদিনে মনোহরায় চলে আসতো
লেখিকা একদিকে সিডের সাথে মিঠির বিয়েটাও দিয়েছেন ওদিকে মিঠাইকেও বাঁচিয়ে রাখছেন
উপপ্ সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে
নাকি ওইদিকে মিঠাইয়েরও বিয়ে একটা দিয়ে দিলেন যেমন করে সিড-মিঠির বিয়ে দিলেন
থাক বাবা বেশি কিছু বলা যাবে না…এপিসোডের অপেক্ষায় থাকলাম”

কেউ আবার লিখেছেন যে,এটা আবার কৃষ্ণকলির মতো হবে না তো? আরেকজন আবার লিখেছেন যে,“মিঠাইকে দেখানোর আগে আদিত্য আগারওয়াল মিঠিকে মেরে ফেলবে
এরপর সিডের মিঠাইয়ের সাথে দেখা হবে আর মিঠাইয়ের তখন স্মৃতি থাকবে না…
এরপর গল্প মিঠাইয়ের স্মৃতি ফেরানো নিয়ে চলতে থাকবে
যাও সবার সব সমস্যার সমাধান করে দিলাম
এবার সবাই একটু চিন্তামুক্ত হও”

একজন নেটিজেন লিখেছেন যে,“সত্যি মিঠাই হোক বা মিথ্যা মিঠাই, মিঠি মিঠাই হোক বা মিঠাই আলাদা হোক, প্রোমোর মিঠাই এর স্মৃতি থাকুক বা না থাকুক, মিষ্টি মিঠাই এর পালক মেয়ে হোক বা সিধাই এর মেয়ে হোক৷ এসব নিয়ে আপাতত ভাবছি না৷ আমি শুধু এটা ভেবে খুশি যে প্রোমোর মিঠাই কে একটা আলাদা শাড়ি পড়ানো হয়েছে৷ মিঠাই এর আগের ইউজ করা শাড়ি দিয়ে কাজ চালিয়ে দেয় নি।”

Related Articles

Back to top button