সিরিয়াল

দুর্ঘটনাও ভোলবদল, একেবারে রকস্টার রূপে নতুন ভাবে ফিরতে চলেছে মিঠাইয়ের উচ্ছে বাবু! সিরিয়ালের নতুন প্রোমোতে মন খারাপ মিঠাই ভক্তদের

মিঠাই রাণীকে একপলক দেখার জন্য তার ভক্তরা সব মুখিয়ে থাকে। কারণ সুখে দুঃখে সবেতেই তাদের মিঠাই রানীই তো হাসিতে ভরিয়ে রাখে সব্বাইকে।জীবনের সব রকম পরিস্থিতিতে যেভাবে হাসি মুখে বাজিমাৎ করে দেয় তাদের মিঠাই রানী তাই তো দর্শক এত ভালবাসে। শুধু নিজে খুশি থাকা নয় সাথে সাথে সবাইকে আনন্দ দিয়ে একেবারে মাতিয়ে রাখে সর্বক্ষণ।

আরও পড়ুন: অবশেষে ১৪ দিন পর স্বামীর পারলৌকিক কাজ সম্পন্ন করলেন স্ত্রী সংযুক্তা, অভিষেকের পারলৌকিক কাজে হাজির অঙ্কুশ ঐন্দ্রিলা থেকে শুরু করে বহু অভিনেতা অভিনেত্রীরা

কিছুদিন আগে ধারাবাহিকে হেলদি হেঁশেল কম্পিটিশনে একেবারে বড়ো জা ট্যাস বুড়িকে টেক্কা দিয়ে কম্পিটিশন জিতে নিয়েছেন মিঠাই। সে প্রতিযোগিতা জিতে নিয়ে সবাইকে বুঝিয়ে দিয়েছে, সুগার ফ্রি এবং কম ক্যালোরির জলভরা সন্দেশ বানানোর পদ্ধতি তারই ছিল।

বড়ো জা হিংসে করে মিঠাই যে যখন সকলের সামনে চোর অপবাদ দেওয়ার চেষ্টা করেছিল ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে মিঠাই উচ্ছে বাবু সন্দেশ বানিয়ে ফেলে। দর্শকরা তো চমকে গিয়েছিল এত কম সময়ের মধ্যে এমন অসাধারণ একটা নতুন রেসিপি বানিয়ে ফেলা দেখে। সবার মন জিতে নিয়েছিল মিঠাই রানী।

তারপরেই মিঠাই এর বানানো নতুন মিষ্টি উচ্ছে বাবুর সন্দেশের নাম খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। প্রতীক সেন নামের একজন অত্যন্ত বিখ্যাত সাংবাদিক তাঁর সাক্ষাৎকার নিতেও হাজির হয়েছিলেন। যা দেখে একেবারে হিংসায় জ্বলে ওঠেন জা তোর্সা। সাক্ষাৎকারে যখন মিঠাই কে চোর অপবাদের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল সেখানেই খুব বুদ্ধির সাথে অশান্তির এড়াতে প্রসঙ্গ টিকে এড়িয়ে যেতে দেখা যায়।

আরও পড়ুন: MBA ছেড়ে করেছিলেন ওয়েটারের কাজ! বাবার কাছ থেকে ৮ হাজার টাকা ধার থেকেই চা বিক্রি করে কোটি টাকার মালিক প্রফুল্ল বিল্লোর

ধারাবাহিকের প্রতিটি ঘটনাবলীতেই দর্শকের প্রিয় মিঠাই একেবারে ছক্কা হাঁকান। কোনো মুশকিল কাজই চোখের নিমেষে সমাধান হয়ে যায় তার কাছে। কিন্তু সিরিয়ালের নতুন প্রোমো তে যা দেখানো হয়েছে সেই দৃশ্য দেখে মোটেই মন ভালো নেই মিঠাই ভক্তদের।

আগামী এপিসোডে মোদক বাড়িতে যে বড়সড় ঝড় বয়ে যাবে সেকথা বেশ বোঝা গিয়েছে। সেইসঙ্গে ধারাবাহিকে এবং মিঠাই এর জীবনে আসতে চলেছে নতুন টুইস্ট। সোশ্যাল মিডিয়ায় প্রোমোতে দেখানো হয়েছে, বাড়ির ব্যবসার ক্ষতি কারা করছে সেই বিষয়ে খোঁজ নিতে বেরিয়ে রাস্তায় একটি গুরুতর দুর্ঘটনার সম্মুখীন হন মিঠাই এর উচ্ছে বাবু।

কিন্তু এখানেই শেষ হয়নি। মিঠাই এর ঠিক বিশ্বাস তার উচ্ছে বাবু একদিন ঠিকই ফিরবেন। তারপরেই দেখা গিয়েছে, লকভর্তি স্টেডিয়ামে একেবারে গিটার হাতে রকস্টারের মতো গান গাইছেন তার উচ্ছে বাবু। নিমেষে ভাইরাল হয়েছে এই ভিডিও।

Related Articles

Back to top button