সিরিয়াল

“আমি একজন মিঠাই ভক্ত আমি চাই মিঠাই বলিউডে এক্টিং করুক, হৃত্বিকের পাশে মিঠাই কে খুব ভালো মানাবে”! এক মিঠাই ভক্তের এরূপ মন্তব্য কে ঘিরে আবার ট্রোল শুরু হল সোশ্যাল মিডিয়ার

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “মিঠাই”। শুধু জি বাংলার কেন সব ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো এই মিঠাই। একবার দুবার নয় ৫৫ বার বাংলার সেরা সেরা প্রমাণিত হয়েছে এই ধারাবাহিক। তার কারণ হিসেবে বলা যেতেই পারে এই ধারাবাহিকের গল্প। কারণ এ ধারাবাহিকটি ঠিক অন্য আর পাঁচটা ধারাবাহিকের মত একঘেয়ে নয়। অন্য আর পাঁচটা ধারাবাহিকে যেমন একটি ঘটনা শুরু হলে তা চলে তিন চার মাস ধরে কিন্তু মিঠাইয়ের কোন একটি ঘটনা শুরু হলে তা খুব অল্প দিনের মধ্যেই শেষ করে দেওয়া হয়। যার কারণে দর্শক ধারাবাহিকের অন্য গল্প জানার জন্য উৎসুক থাকেন। এছাড়াও এখানে স্বামী-স্ত্রীর একাধিক সম্পর্ক অথবা বিবাহ বহির্ভূত কোন সম্পর্ককে দেখানো হয়নি। যা এখনকার জেনারেশনের জন্যেও বেশ আগ্রহমূলক।

এছাড়াও এই ধারাবাহিকের যে সদস্যদের দেখানো হয়েছে তাদের মধ্যে পারিবারিক বন্ডিং খুবই ভালো। এখনকার দিনের মানুষ যা চেয়ে থাকেন সেটাই চোখের সামনে দেখতে পারলে ভালো তো লাগবেই। এছাড়াও এখানে পরিবারেরই কোন সদস্যকে খলনায়ক হিসেবে প্রজেক্ট করা হয়নি। বরং পরিবারের সদস্যদের নিজেদের মধ্যে বন্ডিং বাইরের থেকে যে খলনায়ক উপস্থিত হয়েছিল তাকে হটাতেও সাহায্য করে। এমনই আরো নানাবিধ কারণের জন্য মিঠাই বঙ্গ সেরা প্রমাণিত হয় এতবার। এই ধারাবাহিক নিয়ে তার অনুরাগীদের মনে বেশ খানিকটা আশা রয়েছে। তেমনই মিঠাই ভক্তদের মনে আশা তৈরি হয়েছে মদক পরিবারের প্রাণ মিঠাইয়ের চরিত্রে যিনি অভিনয় করছেন অর্থাৎ অভিনেত্রী সৌমীতৃষা কে নিয়ে। অভিনেত্রীর ভক্তরা তাঁকে অনেক উঁচু লেভেলে দেখতে চান। আর সেই স্বপ্ন গুলি কখনো কখনো তারা প্রকাশ্যে এনে ফেলেন সোশ্যাল মিডিয়াতে।

এমনই এক স্বপ্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট হবার পরেই তাকে ঘিরেই শুরু হয় সমালোচনা। একজন মিঠাই ভক্ত পোস্ট করেন, “সত্যি মিঠাই যা অভিনয় করছে আর মিঠাইএর ফ্যান প্রচুর। আমি একজন মিঠাই ভক্ত আমি চাই মিঠাই বলিউডে এক্টিং করুক। হৃত্বিকের পাশে মিঠাই কে খুব ভালো মানাবে”। এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই চূড়ান্ত ট্রলিং হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এর উত্তর একজন লিখেছিলেন, “মিঠাইয়ের হাইট খুব শর্ট, ওকে বড় পর্দায় নায়িকা হিসেবে মানাবে না সিরিয়ালই ওর জন্য ঠিক আছে”।

এই পোস্টের কমেন্ট সেকশনেই আবার একজন লিখেছেন, “অ্যাক্টিংটা না বুঝলে এমন অলীক কল্পনা করাটা স্বাভাবিক,সৌমিতৃষার জন্য‌ শুভেচ্ছা রইল”। এছাড়াও “দেখতে সুন্দর হলেই সব হয় না! জিৎ,দেব ছেড়ে এইবার মিঠাই যাবে বলিউডে!”। “My God seriously!Hrithik Roshan & soumitrisha!Dream sei level r dream!”। এমনই আরো বহু কদার্থের সম্মুখীন হতে হয় যিনি মিঠাইকে নিয়ে উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়।

Related Articles

Back to top button