হাসপাতালের বিছানা থেকে উঠে ভাসুরের সঙ্গে তেলেগু গানে উদ্দাম নাচ মিঠাই সৌমিতৃষার! ধারাবাহিকে হাসপাতালের বিছানাতে থাকলেও রিয়েল লাইফে রিলে ঝড় তুলছে মিঠাই

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রের নামও মিঠাই। মূলত মুখ্য চরিত্রের নামেই ধারাবাহিকের নামকরণ। এই মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমীতৃষা কুন্ডু। ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। বর্তমানে এখন ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা। আর তারই মাঝে নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে পোস্ট করলেন তার নাচের ভিডিও।
ভিডিওটিতে দেখা যাচ্ছে সৌমিতৃষা কুন্ডু এবং তার বন্ধু ধ্রুবজ্যোতি সরকার নাচ করছেন একটি গানে। দেখেই বোঝা যাচ্ছে মোমেন্ট এনজয় করছেন তারা। মিঠাই এর পরনে রয়েছে কালো রংয়ের একটি টপ এবং ব্লু জিন্স। আবার মিঠাইয়ের বন্ধু ধ্রুবজ্যোতির পরনে রয়েছে কালো শার্ট এবং ব্লু জিন্স। তারা বর্তমান সময়ের ট্রেনিং সং “রমোলা” তে চুটিয়ে ডান্স পারফর্ম করেছেন। ভিডিও পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “After a long time wd dance partner”। এই ভিডিওর কমেন্ট সেকশন ভোরে গিয়েছে দর্শকের ভালোবাসায়। লাল হৃদয়ের ছবি, আবার কখনো আগুনের ছবি দিয়ে দর্শকেরা বুঝিয়ে দিয়েছেন তাদের ভালোবাসা।
প্রসঙ্গত ধারাবাহিকে বর্তমানে দেখানো হচ্ছে মিঠাইয়ের গুলি লাগার ঘটনা। সিদ্ধান্তকে বাঁচাতে গিয়ে নিজে গুলি খায় মিঠাই। এমন ঘটনায় দর্শক টানটান উত্তেজনায় থাকলেও তারা চায় মিঠাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। ধারাবাহিকে যাই হোক মিঠাই এর কিন্তু রিয়েল লাইফে সৌমতৃষা কুন্ডু দর্শকদের জানান দিয়েই যাচ্ছেন তার ট্যালেন্টের।
View this post on Instagram