সিরিয়াল

বাস্তব জীবনেও গৌরীর মতো ভগবানের সঙ্গে কথা বলেন মোহনা মাইতি, অভিনেত্রী কে ন্যাকা বলে দাবি একাংশ নেটিজেনদের

ধারাবাহিকপ্রেমি মানুষেরা ভিন্ন ভিন্ন স্বাদের ধারাবাহিক দেখতে পছন্দ করেন। তাই চ্যানেলের কর্তৃপক্ষদেরও দর্শকদের সেই সমস্ত চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন ভিন্ন ধরনের ধারাবাহিকের গল্প নিয়ে আসতে হয়। বর্তমানে জি বাংলা এবং স্টার জলসার মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। কোন চ্যানেলের ধারাবাহিক গুলি সব থেকে এগিয়ে থাকবে টিআরপি রেটিং তালিকায় তা নিয়ে চলছে দ্বন্দ্ব। আর সেই কারণেই চ্যানেলে যে সমস্ত পুরোনো ধারাবাহিক রয়েছে যা দর্শকের আর পছন্দ হচ্ছে না, সেই সমস্ত ধারাবাহিকগুলি বন্ধ করে দিয়ে নতুন গল্প আনা হতে চ্যানেলে। ইতিমধ্যে স্টার জলসা এবং জি বাংলা দুই চ্যানেলে নতুন গল্পের আগমন ঘটেছে।

সেরকমই একেবারে ভিন্ন স্বাদের একটি ধারাবাহিক হলো জি বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহিক। এই ধারাবাহিক পুরোটাই একটি আধ্যাত্মিক গল্প নিয়ে তৈরি হয়েছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অর্থাৎ গৌরীর ভূমিকায় অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী মোহনা মাইতি। নিজের প্রথম ধারাবাহিককেই বহু দর্শকের কাছে প্রিয় হয়ে উঠেছে মোহনা। গৌরীর চরিত্রে দিয়ে একাংশ নেটিজেনদের মন জয় করে নিয়েছে সে ইতিমধ্যে। তবে কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে মোহনা তার সম্পর্কে অনেক অজানা তথ্য দিয়েছেন দর্শকদের উদ্দেশ্যে।

সাক্ষাৎকারে মোহনা কে প্রশ্ন করা হয় ধারাবাহিকে যেমন দেখানো হয় গৌরী ভীষণই ভাবে ঠাকুর ভক্ত, ঠাকুর মানে বাস্তব জীবনেও মোহনা কি ভগবানে বিশ্বাসী? সেই প্রশ্নের উত্তরে মোহনা জানায় যে বাস্তব জীবনেও সে গৌরীর মতো ভগবানের সঙ্গে কথা বলে। বাস্তব জীবনে সে মা কালী এবং মহাদেবের একনিষ্ঠ ভক্ত। সিরিয়ালের গৌরী হয়ে ওঠার জন্য নয় তিনি বরাবরই প্রথম থেকেই ঠাকুরের সঙ্গে কথা বলেন।

তবে অভিনেত্রীর এই সাক্ষাৎকারের ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই গৌরীকে যে পছন্দ করে না তা স্পষ্ট হয়ে গেল। কারণ অনেকেই কমেন্ট বক্সে লিখেছে গৌরী চরম ন্যাকা, বাস্তব জীবনেও মোহনা কে ন্যাকা বলে দাবি করেছেন অনেকে। গৌরীর এই সমস্ত অতিরিক্ত বাড়াবাড়ি এবং ন্যাকামো যে দর্শক একেবারেই পছন্দ করছেন না তা স্পষ্টই বোঝা যায় কমেন্ট বক্সে দেখলে।

Related Articles

Back to top button