স্কুটি চালানো শিখবেন রচনা ব্যানার্জি! দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে হাজির স্কুটি দিদি

জি বাংলার অন্যতম রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’। এই শোয়ের সঞ্চালিকা টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জী। তার বাচনভঙ্গির জাদু ও সঞ্চালনা পদ্ধতির কৌশলেই এই শো ঘিরে মানুষের মধ্যে একটা আলাদা উন্মাদনা তৈরি হয়েছে! আর দিদি নাম্বার ওয়ান তো মেয়েদের কাছে একটি অনুপ্রেরণার জায়গা। কত মেয়েদের জীবনের ওঠাপড়া ভাঙ্গা গড়ার গল্প এই মঞ্চে শোনা যায়।
কত মেয়ে জীবনে কত রকমের স্ট্র্যাগেল করেছেন, কেউ বাঘের সঙ্গে লড়াই করেছেন, কেউ বা পাচারকারী দলের সাথে বুদ্ধি ও বিচক্ষণতা দিয়ে লড়াই করে জীবন নিয়ে পালিয়ে এসেছেন! কেউ বা প্রতিমুহূর্তে জয় করে চলেছেন নিজের জীবনের প্রতিবন্ধকতা! জীবনের একটা ভুল থেকে কেউ প্রতিমুহূর্তে শিক্ষা নিচ্ছেন, কেউ আবার একটা ভুল সম্পর্কের থেকে বেরিয়ে এসে শুরু করছেন নতুন সম্পর্ক। কেউ আবার সব হারিয়ে নতুন করে ঘুরে দাঁড়াচ্ছেন!- এই গল্পের ঝুলি নিয়ে শুরু হয় দিদি নাম্বার ওয়ান।
বিভিন্ন খেলাধুলো, শোয়ের বিভিন্ন রকম হাসি মজার মধ্যেখানে কোন একজন দিদি বিজেতা হন, ট্রফি পেয়ে, কিন্তু রচনা ব্যানার্জীর কথায় সেখানে উপস্থিত প্রত্যেকেই দিদি নাম্বার ওয়ান। কারণ প্রত্যেকেই জীবনে অসম্ভব লড়াই করেছেন আর দিদিদের এইসব লড়াইয়ের অভিজ্ঞতা শুনতে শুনতে অনুপ্রাণিত হয়েছেন স্বয়ং রচনা ব্যানার্জীও, মানুষের মধ্যে কত রকমের কষ্ট হয়, কত না পাওয়াকে পেরিয়ে মানুষ জয়ের হাসি হাসেন এইসব দেখে দেখে রচনা নিজেও এক অন্য মানুষ হয়ে গিয়েছেন বলে দাবি করেন। দিদি নাম্বার ওয়ান এর মঞ্চই তাকে ব্র্যান্ড রচনা ব্যানার্জি করে তুলেছে।
আরও পড়ুন: ডায়েট ভুলে সাধারণ মানুষের মতো আইসক্রিম খাচ্ছেন প্রসেনজিৎ! রিল ভিডিও ভাইরাল হতেই শোরগোল!
কিছুক্ষণ আগে জিবাংলা তরফ থেকে একটি প্রোমো এপিসোড প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এইবার আসছেন দুর্গাপুরের মোমো দিদি ও স্কুটি দিদি। একজন মোমো বিক্রি করে সংসারের হাল ফিরিয়েছেন, শূন্য থেকে শুরু করে আজ তিনি মোমোর হোলসেলার আরেকজন দুর্গাপুরের সমস্ত মহিলাদেরকে স্কুটি চালানো শেখান। দিদি এই কথা শুনে বলেন,“ইস আমার কি ইচ্ছা করছে শুনে শিখতে!” স্কুটি দিদি তখন বলেন,“ আমি এসে আপনাকে শিখিয়ে যেতে পারি দিদি, তোমার জন্য সব মঞ্জুর।” স্বাভাবিকভাবেই দুই স্বাবলম্বী দিদির এই এপিসোডটি দেখার জন্য সকলে মুখিয়ে আছেন।