রোহনের ষড়যন্ত্র ফাঁস করতে ফিরলো ঋষি! ঋষির রোমিও থেকে আবারো ঋষি হয়ে ওঠা দেখে মুগ্ধ অনুগামীরা, তুমুল ভাইরাল ‘মন ফাগুন’ নতুন প্রোমো

এই মুহূর্তে স্টার জলসার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো ‘মন ফাগুন’। প্রথম দিকে আকাঙ্ক্ষিত জনপ্রিয়তা লাভ করতে অসুবিধা হলেও এই মুহূর্তে ঋষি এবং পিহুর জুটি দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে অনুগামীদের মধ্যে। পাশাপাশি ধারাবাহিকের মাধ্যমে নির্মাতারা প্রতিনিয়ত নতুন নতুন চমক রাখছেন এই ধারাবাহিকের দর্শকদের জন্য। যে কারণে এবার ধারাবাহিকের নতুন প্রোমো দেখে তুমুল চাঞ্চল্য দেখা গেল সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি ধারাবাহিকের নতুন প্রোমোতে অনুগামীরা দেখতে পেয়েছেন রোমিও থেকে আবারও ঋষি হয়ে সেন পরিবারে ফিরে আসবে ধারাবাহিকের নায়ক ঋষি। তবে মূলত পিহু দিদির জন্যই টাকা দিয়ে তাকে ঋষি সাজিয়ে নিয়ে আসছে। তবে ইতিমধ্যেই দর্শকরা জানতে পেরে গিয়েছেন ধারাবাহিকের নেতিবাচক চরিত্র রোহনের সমস্ত ষড়যন্ত্র ফাঁস করার জন্য নিজের মতো করে প্ল্যান তৈরি করেছে ধারাবাহিকের নায়ক ঋষি।
তবে এদিনের প্রোমো দেখার পর অনুগামীদের অনেকেই জানিয়েছেন জি বাংলার মিঠাই ধারাবাহিকের সঙ্গে বেশ গল্পের মিল পাচ্ছেন তারা। যে কারণে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মিঠাই ধারাবাহিকের অনুগামীদের সঙ্গে এই ধারাবাহিকের অনুগামীদের তুমুল ঝগড়া বাধতে দেখা গিয়েছে ধারাবাহিকের গল্পের মিল নিয়ে। সব মিলিয়ে ‘মন ফাগুন’ নিয়ে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দর্শকদের মধ্যে।