‘বাচ্চা ছেলে বোধির কাছে হেরে গেলো মন ফাগুন’বোধির কাছে হেরে গেলো ঋষি-পিহুর রসায়ন! টি আর পি রেটিং দেখে বলছেন দর্শক

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মন ফাগুন। এই ধারাবাহিকে ঋষিরাজ আর পিহুর রসায়ন সকলের মন জয় করে নিয়েছে। সম্প্রতি ধারাবাহিকে দেখা যাচ্ছে যে, রোহনের ষড়যন্ত্রে ছারখার হয়ে গেলো ঋষি-পিহুর জীবন। রোহন ঋষিকে ওষুধ খাইয়ে জলের তলায় ফেলে দেয়। এরপর পিহু যতক্ষণে ঋষিকে উদ্ধার করতে আসে ততক্ষণে ঋষি জলের তলায় জ্ঞান হারিয়ে পড়েছে। এরপর সাম্প্রতিককালে প্রোমো তে দেখা যায় নয়া রূপে ফিরে আসছে ঋষি। ট্রাক ড্রাইভার রোমিও হিসেবে ফিরে আসছে ঋষি। অন্যদিকে পিহু নিজের কাজের জীবনে ফিরে গেছে। সেরা টুরিস্ট গাইড হিসেবে রাজ্য সরকারের কাছে পুরস্কারও পাচ্ছে সে। সাম্প্রতিককালের প্রোমো তে দেখানো হচ্ছে যে, পিহু মোহনায় টুরিস্টদের নিয়ে যাচ্ছে, সেখানেই রোমিও যাবে অনুমান করা হচ্ছে যে, সেখানেই দুজনের আবার দেখা হয়ে যাবে। মন ফাগুন ধারাবাহিকটি হয় রাত ৮ টা ৩০ এ।
অন্যদিকে জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিকটি হলো বোধিসত্ত্বের বোধ বুদ্ধি। তবে এই ধারাবাহিকটি খুব বেশি দিনের নয় সম্প্রতি শুরু হয়েছে। রাত দশটায় এই ধারাবাহিক হয়। ধারাবাহিকে বোধি নামে এক ছোট্ট ছেলের বোধ বুদ্ধি দেখানো হয়েছে। ক্লাস ফোরের সেই ছেলের এতই বুদ্ধি যে সে ট্রিপল প্রোমোশন পেয়ে ক্লাস সেভেনে উঠে গেছে। সম্প্রতি দেখা যাচ্ছে নতুন স্কুলে ভর্তি হয়ে বোধির টক্কর লেগেছে ক্লাস সেভেনের রোল ১ সৃজিতার সাথে। নিরলস হাসির এই ধারাবাহিক দর্শকরা খুব উপভোগ করছেন।
সম্প্রতি টিআরপি রেটিং এর ফলাফল এ দেখা যাচ্ছে যেমন ফাগুন ধারাবাহিকের রেটিং ৫.৪। অন্যদিকে বোধিসত্ত্বর বোধবুদ্ধির রেটিং ৫.৭। এই রেটিং দেখার পর নেটিজেনদের একাংশ বলেছেন যে, বাচ্চা ছেলে বোধিসত্ত্বের কাছে হেরে গেল মন ফাগুন।