বিয়ের পরেও রুদ্রকে দাদা বলছে নিপা, মিঠাই ধারাবাহিকের অদ্ভুত কান্ডে আবারো খিল্লি ওড়াচ্ছেন নেটিজেনরা

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। বাংলার সেরার সেরা এই ধারাবাহিক। কিছুদিনের জন্য টিআরপি তলানিতে গেলেও আবার স্বমহিমায় ফিরে এসছে মিঠাই। এর আগেও বহুবার মিঠাইয়ে অদ্ভুত ঘটনা দেখানোর কারনে কোন দর্শক রেগে গেছেন আবার কেউ খিল্লি উড়িয়েছেন। আবারো রুদ্র নিপার কাণ্ড দেখে খিল্লি ওড়ালো সোশ্যাল মিডিয়ার একাংশ।
সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয়েছিল মিঠাইয়ের গুলি লাগার পর্ব। সেই বেদনাদায়ক পর্বে সমান দুঃখের সাগরে ভেসেছিল মিঠাই অনুরাগীরাও। তারপরে দেখানো হয় মিঠাই কোমায় চলে গেছে। তাতেও দর্শকের দুঃখ বেশ ছিল। তবে মিঠাইকে সুস্থ করে বাড়িতে আনায় খুশি হয় দর্শক। রুদ্র নিপার বিয়ের মধ্যেই এ সমস্ত ঘটনা ঘটে।
রুদ্র নিপার বিয়ের মধ্যে এই ধরনের ঘটনা ঘটায় বন্ধ রাখা হয়েছিল বিয়ের সমস্ত নিয়মকানুন। সম্প্রতি মিঠাই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। আর একটু সুস্থ বোধ করছে মোদক পরিবারের প্রাণ মিঠাই। এবার আবারো বাজলো মোদক পরিবারে খুশির দামামা। ধারাবাহিকে দেখানো হচ্ছে রুদ্র নিপার বিয়ের বাকি সমস্ত নিয়ম কানুন। ফুলশয্যায় আংটি না দেওয়ায় রীতিমত ঝামেলা করছে নিপা রুদ্র সাথে। তা দেখে বেশ আনন্দেই রয়েছে দর্শকেরা। কিন্তু হঠাৎই দেখানো হচ্ছে নিপা রুদ্রকে এখনো দাদা বলেই ডাকছে। দাদার বন্ধু সূত্রে এক সময় রুদ্রকে রুদ্রদা বলে সম্বোধন করত নিপা। কিন্তু এখন বিয়ের পর ফুলশয্যাতেও রুদ্র দা ডাকার কারণে খোচেছে দর্শক একাংশ। আবার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক খিল্লি করা হচ্ছে এই ঘটনা নিয়ে।