বিকিনি পরে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করাতেই নেটিজেনদের ক্ষোভের মুখে পড়ল মিঠাই ধারাবাহিকের পিঙ্কি, অভিনেত্রী অনন্যা গুহর ছবি ঘিরে একাধিক বিতর্কের সৃষ্টি

গল্পে তেমন আগের মতন আর টুইস্ট নেই, নতুন চমক নেই, আগ্রহ নেই দর্শকের। আশা করি বুঝতেই পারছেন কোন ধারাবাহিকের কথা বলছি। একসময় সেরা ধারাবাহিক দর্শকদের অত্যন্ত প্রিয় ধারাবাহিক বাংলার সেরা ধারাবাহিক মিঠাইয়ের কথাই বলা হচ্ছে এখানে। এখনো বহু দর্শক মিঠাইয়ে মজে রয়েছেন। একেবারে সত্যিকারের ভক্ত হলে যা হয়। ধারাবাহিকের শেষ কয়েক মাস ধরে টিআরপির রেটিং একেবারেই ভালো নয়। ধারাবাহিকে যুক্ত হয়েছে একাধিক নতুন চরিত্র। যার ফলে ধারাবাহিকের গল্পে পরিবর্তন এসেছে। এরই মধ্যে অন্যতম একটি চরিত্র হলো স্যান্ডির বউ অর্থাৎ মোদক বাড়ির ছোট বউ এর চরিত্র।
ধারাবাহিকে মাদক পরিবারের চিরও শত্রু আগারওয়াল এর ছোট বোনই হল পিংকি। আর সেই পিংকিকে নিজের মন দিয়ে বসে স্যান্ডি। নিজের অজান্তেই পিংকির সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়। অন্যদিকে পিংকিও স্যান্ডিজি কে প্রচন্ড ভালোবাসে। তারপর নানা ঝর ঝাপটা পেরিয়ে দুজনে বিয়ে দেওয়া হয় মোদক পরিবার থেকে। আর এই পিঙ্কির চরিত্রে অভিনয় করেছেন নবাগতা অভিনেত্রী অনন্যা গুহ। এর আগে অনন্যা কে আমরা কৃষ্ণকলি ধারাবাহিককে মুন্নির চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছে। সেই চরিত্রে অভিনয় করে দারুন জনপ্রিয়তা পেয়েছিলেন অনন্যা। এরপরে আবার জি বাংলা লক্ষ্মী কাকিমা সুপারস্টার অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে দারুণ অ্যাক্টিভ থাকেন অন্যান্য। সোশ্যাল মিডিয়াতে রয়েছে তার অসংখ্য ভক্ত।
অনন্যা কে ইনস্টাগ্রামে হামেশাই বিভিন্ন ছবি, রিল ভিডিও আপলোড করতে দেখা যায়। instagram এ তার ফলোইং সংখ্যা ৩৫২ হাজারেরও বেশি। সম্প্রতি অনন্যার পোস্ট করা একটি ছবি ঘিরে নেটিজেনেদের মধ্যে তৈরি হয়েছে বিতর্ক। তার ইনস্টাগ্রাম একাউন্টে চোখ রাখলে দেখা যাবে কিছুদিন আগেই অনন্যা বিকিনি পরা কয়েকটি ছবি সুইমিংপুলে ধারে বসে পোস্ট করেছেন, সেই ছবি নিয়ে তৈরি হয় বিতর্ক। ছবিতে অনন্যা কে নীল কাল রঙের একটি বিকিনি পোশাক পড়ে দেখা যায় আর যার জন্য অনন্যাকে বিভিন্ন কটুক্তির সম্মুখীন হতে হয়। কমেন্ট বক্সে অসংখ্য নেটিজেন অনন্যাকে নানান ধরনের বাজে মন্তব্য করতে থাকেন। ইতিমধ্যে ওই ছবি ২২ হাজার মানুষ পছন্দ করেছেন। কিন্তু কমেন্ট বক্সে নজর দিলেই বোঝা যাবে কত মানুষ নানান ধরনের বাজে মন্তব্য করেছে অভিনেত্রীর ছবিতে। একজন লিখেছেন, ‘তাহলে শাড়ি পরে কী লাভ। বাড়িতে পিতা মাতা ভাই বোন আছে। ওরা দেখলে ছবিটা কেমন ভাবে গ্রহণ করবে। আসলে মডেলিং জগতে এমনি। ওদের এই কারণেই সংসার টিকে না। টিকবে কেমন করে, নিজের স্বামীকে রেখে অন্য ছেলের সাথে… আর থাক।’ এই কমেন্ট এর উত্তরে অনন্যাও পাল্টা জবাব দিয়েছেন ‘শাড়ি পরেও লাভ নেই। সবটাই এক।’
View this post on Instagram