সিরিয়াল

স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’ এর মঞ্চে নিউ ব্যারাকপুরের অনুব্রত সরখেলের অসাধারণ বেলি ডান্স, মুগ্ধ দর্শক থেকে শুরু করে দেব

সপ্তাহখানেক হল স্টার জলসার পর্দায় শুরু হয়েছে বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ডান্স ডান্স জুনিয়ার সিজন ৩। আর এই রিয়েলিটি শো শুরু হওয়ার পর থেকে নানান রকম চমক নিয়ে আসছে দর্শকদের জন্য। আগের দুই সিজনে এই রিয়েলিটি ব্যাপক পরিমাণ জনপ্রিয়তা এবং দর্শকদের ভালোবাসা পেয়েছে। তাই এই সিজনেও দর্শকদের জন্য নিয়ে আসা হয়েছে নানান ধরনের চমক। প্রথমত এই প্রথম কোন রিয়েলটি শো এর বিচারকের আসনে একসঙ্গে রয়েছেন দেব এবং রুক্মিণী। এছাড়াও বিচারকের আসনে থাকছেন মনামী ঘোষ। পাশাপাশি ক্যাপ্টেনের আসনে দেখা যাচ্ছে স্টার জলসা জনপ্রিয় কিছু অভিনেতা অভিনেত্রীরা। তাদের মধ্যে অন্যতম হলেন দীপান্বিতা রক্ষিত, তৃনা সাহা এবং অভিষেক বসু। এরা তিনজনই আগে স্টার জলসা জনপ্রিয় ধারাবাহিক গুলিতে অভিনয় করেছেন। এছাড়াও সঞ্চালকের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্য। যাকে আমরা এর আগে জি বাংলার পর্দায় অপরাজিতা অপু ধারাবাহিকে দিপুর চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছি।

এই সিজনে বাংলার বিভিন্ন জেলা থেকে উঠে এসেছে অসংখ্য প্রতিভাবান প্রতিযোগিতা। যাদের পারফরম্যান্সে অবাক হচ্ছেন দর্শক এবং বিচারকেরা প্রত্যেকে। সম্প্রতি স্টার জলসার অফিসিয়াল ফেসবুক পেজের তরফ থেকে এই শো এর একজন প্রতিযোগীর পারফরমেন্সের একটি ভিডিও আপলোড করা হয়েছে। যা দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। ভিডিওটিতে উত্তর ২৪ পরগনা জেলার নিউ ব্যারাকপুর এলাকার প্রতিযোগী অনুব্রত সরখেলের নাচের ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে অনুব্রত নিজের অসাধারণ বেলি ডান্স ফুটিয়ে তুলছে মঞ্চে।

বাংলা জনপ্রিয় গান ‘মনটা করে উরু উরু’তে অনুব্রত অসাধারণ বেলি ডান্স করছে। অনুব্রতর নাচে দর্শক থেকে শুরু করে বিচারক প্রত্যেকেই স্তম্বিত হয়ে গিয়েছেন। একজন ছেলে হয়েছে এত সুন্দর বেলি ডান্স করা যায় তা সত্যিই অনুব্রতকে না দেখলে বোঝা যেত না। অনুব্রতর নাচে মুগ্ধ রুক্মিণী থেকে শুরু করে দেব মনামী প্রত্যেকে। সোশ্যাল মিডিয়ায় অনুব্রত নাচের এই ভিডিওটি শেয়ার করা মাত্রই হাজার হাজার মানুষ তার নাচের ভিডিওটি পছন্দ করেছেন এবং কমেন্ট বক্সেও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

অসংখ্য মানুষ কমেন্ট বক্সে অনুব্রতর নাচের প্রশংসায় জানিয়েছেন। একজন লিখেছেন, ‘এই বয়সে এত ভালো নাচ। তুমি পশ্চিমবাংলার সম্পদ।’ অপর ব্যক্তি কমেন্ট করেছেন, ‘এবারের সিজনের অন্যতম ভালো ডান্সার ও। ওরই জেতা উচিত। এরকমই ভালো ভালো নাচ করে যাও।’ প্রত্যেকেই অনুব্রতকে দুহাত ভরে ভালবাসা এবং আশীর্বাদ জানিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

Related Articles

Back to top button