ধারাবাহিক শুরু হতে না হতেই কটাক্ষের শিকার হলো “নবাব নন্দিনী”! শুরুর কয়েকদিনের মধ্যেই বিয়ের পর্ব আর বাঙালি বিয়েতে মাথায় পাগড়ি পরে যাওয়া দেখে দর্শকেরা মনে করেছেন থ্রি ইডিয়টস কে কপি করা হচ্ছে নবাব নন্দিনীতে

স্টার জলসা জি বাংলার মধ্যে টিআরপির হাড্ডাহাড্ডি লড়াইতে বেশ কিছু সপ্তাহ ধরে পিছিয়ে যাচ্ছে স্টার জলসা। এই গর্ত থেকে উঠে আসতে বিভিন্ন ট্রিকস ব্যবহার করছে স্টার জলসার কর্তৃপক্ষ। তাই নিজেদের কনটেন্টে আনছেন নানাবিধ পরিবর্তন। যেমন চলতি ধারাবাহিকগুলির টাইম স্লট পরিবর্তন আবার নতুন ধারাবাহিকের সম্প্রচার করা। এই নতুন ধারাবাহিক গুলির মধ্যেই উল্লেখযোগ্য হল “নবাব নন্দিনী”। যদিও ধারাবাহিক শুরু হতে না হতে ট্রোল হতে হয় ধারাবাহিকটিকে।
সবেমাত্র শুরু হওয়া এই ধারাবাহিকের মুখ্য চরিত্র নবাব নন্দিনী। নবাবের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রিজওয়ান রব্বানী শেখ। আর তার বিপরীতে অর্থাৎ নন্দিনীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ইন্দ্রানী পাল। যদিও ইন্দ্রানী টেলিভিশনের নতুন মুখ। একটি মাত্র ধারাবাহিকে মুখ্য চরিত্র দেখা গেছে অভিনেত্রীকে। অন্যদিকে রিজওয়ান টেলিভিশন ইন্ডাস্ট্রির একটি জনপ্রিয় প্রতিষ্ঠিত মুখ।
যদিও রিজওয়ান ও ইন্দ্রাণীর এই নতুন জুটি সম্পর্কে বেশ আশাবাদী দর্শক। কিন্তু গল্পের প্লট নিয়ে তুমুল সমালোচনা করা হলো সোশ্যাল মিডিয়ায়। ধারাবাহিক শুরু হতে না হতেই দেখানো হচ্ছে নন্দিনীর বিয়ের পর্ব। এই পর্বের নাম দেওয়া হয়েছে বিধির বাঁধন। হয়তো এই ধরনের বিয়ের অনুষ্ঠান অথবা জাঁকজমক অনুষ্ঠান যে কোন ধারাবাহিকের ইউএসপি হতে পারে তা কর্তৃপক্ষ ধরে নিয়েছেন এবং সেটিকেই কাজে লাগাচ্ছেন। কর্তৃপক্ষ এটা বুঝে গেছেন যে এই ধরনের অনুষ্ঠানে ধারাবাহিকের টিআরপি হুহু করে বাড়বে। কিন্তু এই ঘটনা নিয়ে চরম সমালোচিত হতে হয় নবাব নন্দিনীকে।
আবার আরো একটি বিষয় নিয়ে সমালোচিত হতে হয়েছে এই নতুন ধারাবাহিককে। এই একই এপিসোডে দেখানো হচ্ছে নবাব নন্দিনীর বিয়েতে অতিথি হিসেবে আসবেন মাথায় গোলাপি রঙের পাগড়ি বেঁধে। আর এই দৃশ্য সামনে আসতেই দর্শক কটাক্ষ করেন ধারাবাহিককে নিয়ে। তাদের কথায় ধারাবাহিক থ্রি ইডিয়টস সিনেমার দৃশ্য কপি করছে। সেখানে আমির খান ও তার দুই বন্ধু গিয়েছিলেন একই রকম পাগড়ি বেঁধে বিয়ের অনুষ্ঠানে ভোজন করতে। এখানে নবাব কেও তেমনটাই করতে দেখানো হচ্ছে।