সিরিয়াল

‘মুজকো হুই না খবর’ গানে ননদ ও বৌদির যুগলবন্দী ভিডিও ব্যাপক ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, মিঠাই ধারাবাহিকের নিপা তোর্সার দুর্দান্ত পারফরম্যান্স বলিউডের বিখ্যাত গানে

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “মিঠাই”। আর সেই ধারাবাহিকের প্রাণ মিঠাইয়ের পাশাপাশি অন্য দুই জনপ্রিয় চরিত্র হলো বৌদি আর ননদ তোর্সা এবং নিপা। গত বছরের শুরুর দিকে আসা ধারাবাহিক এখনো অবধি জনপ্রিয়তার শীর্ষেই রয়েছে। বাংলার সেরা সেরা এই ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্রকে দর্শক বেশ পছন্দ করেন।

অভিনয়ের পাশাপাশি এই সিরিয়ালের অন্যান্য চরিত্ররা সোশ্যাল মিডিয়াতেও বেশ একটিভ। সম্প্রতি সোশ্যাল মিডিয়া একটি রিল ভিডিওতে একসঙ্গে দেখা গেল এই ধারাবাহিকের অন্যতম প্রধান দুটি চরিত্র ননদ ও বৌদি অর্থাৎ নিপা ও তোর্সা। “দিল তো পাগল হ্যা” সিনেমার অন্যতম জনপ্রিয় গান “মুজকো হুই না খবর” – এ দুর্দান্ত পারফরম্যান্স দিতে দেখা গেল দুজনকেই। এই ভিডিওতে তোর্সা পরনে রয়েছে সাদা রঙের একটি ওয়ান পিস। আর নিপার পরনে রয়েছে সবুজ রঙের ওয়ান পিস এবং গায়ের সাধারণের একটি জ্যাকেট।

এই ভিডিওটি পোস্ট করেছে তোর্সা ওরফে অভিনেত্রী তন্নী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। বাড়ির নিজেই বাগানে স্যুট করা হয়েছে ভিডিওটি। মাঝেমধ্যেই তোর সাথে দেখতে পাওয়া যায় কখনো মিঠাইয়ের সাথে বা অন্য কোন অভিনেতা অভিনেত্রীদের সাথে রিল ভিডিও বানাতে। নিপার সাথে এই ভিডিও বেশ হুড়মুড়িয়ে ফেমাস হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

View this post on Instagram

 

A post shared by Tonni Laha Roy (@roytonni)

Related Articles

Back to top button