সিরিয়াল

মিঠাই-সিডের ঘরেই নিপা-রুদ্রর ফুলশয্যা! মিঠাই প্রেমীদের ব্যাপারটি মোটেই পছন্দ হয়নি, ‘মনোহরায় কি ঘরের অভাব পড়েছে? যে ফুলশয্যা মিঠাইয়ের ঘরে করতে হলো’ প্রশ্ন দর্শকদের

মিঠাই, ধারাবাহিক হিসেবে জনপ্রিয়তার শীর্ষ বলতে যা বোঝায় মিঠাই তা প্রমাণ করে দিয়েছিল। ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্রই দর্শকের মনের খুব কাছের। মোদক পরিবারের হল্লা পার্টির জন্যই আকর্ষণীয় হয়ে ওঠে ধারাবাহিকটি। এই পরিবারেরই সবচেয়ে ছোট মেয়ে নীপার বিয়ে হয় তার ভালোবাসার মানুষ রুদ্রর সাথে। কিন্তু ফুলশয্যা হচ্ছে মিঠাইয়ের ঘরে? এ বিষয়ে অনুরাগীরা ক্ষোভ প্রকাশ করেন।

এই পরিবারের বিয়ের পর্ব চলেছে বেশ কয়েকবার। আর প্রত্যেকটি বিয়েই হয়েছে হঠাৎ করে। প্রথমে হলো মিঠাই – সিড এর বিয়ে। তারপর রাতুল-শ্রী এর বিয়ে, তারপর সোম-তোর্সার বিয়ে, তারপর হল স্যান্ডি-পিংকির বিয়ে। তবে বাকি থেকে গিয়েছিল বাড়ির ছোট মেয়ে নীপার বিয়ে হতে। সে বিয়েও সম্পন্ন হল।

নীপা রুদ্রকে অনেক আগে থেকেই ভালোবাসতো। কিন্তু রুদ্র নীপা বয়সে অনেক ছোট ছিল বলে তা মেনে নেয়নি। তবে সময়ের সাথে সাথে রুদ্রও নী পাকে ভালোবেসে ফেলে এবং তারা বিয়ের সিদ্ধান্ত নেয়। কিন্তু নীপার মা কোনোভাবেই এই বিয়েতে রাজি ছিলেন না। জামাই হিসেবে তার বেশ কিছু পছন্দের কথা বলেছেন তিনি। যার সাথে রুদ্রর কোন মিল নেই। সেই সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে নীপার রুদ্রর বিয়ে হয় একটি গোডাউনে। সেখানে নীপার মা এসে উপস্থিত হলেও বিয়ে আটকানো যায়নি।

ধারাবাহিকের এই সমস্ত গল্পের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। নীপা রুদ্রর ফুলশয্যার শুটিং দেখানো হয়েছে সেই ভিডিওতে। সেখানে দেখা যাচ্ছে নীপা এবং রুদ্র নব বর বধূর সাজে রয়েছে। কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিঠাই ও সিডের ঘর। এই ভিডিও প্রকাশ্যে আসতেই অনুরাগীরা ক্ষোভ উগরে দেন। এ বিষয়ে দর্শক লেখিকাকে পরামর্শ দিয়ে মন্তব্য করেন। মোটকথা, অনুরাগীরা মোটেই পছন্দ করছেন না মিঠাইয়ের ব্যক্তিগত কিছু না থাকায়।

Related Articles

Back to top button